অ্যাকসেসিবিলিটি লিংক

বৈষম্য দূর করতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে: আইসিটি প্রতিমন্ত্রী পলক


বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ শনিবার (৭ জানুয়ারি) বলেছেন যে সক্ষম, শারীরিক প্রতিবন্ধকতা ও বিশেষভাবে সক্ষমদের মধ্যে বৈষম্য দূর করতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে এবং সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি-এর সহযোগিতায় আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরো-তে অনুষ্ঠিত এই মেলায় অংশ নেয় ৫৪টি আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠান।প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ জীবিকা ও কর্মসংস্থানের লক্ষ্যে, ৮ বছর ধরে এ চাকরি মেলার আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে শিক্ষিত প্রতিবন্ধী ভাই-বোনদের চাকরির ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা, চাকরি দাতা ও চাকরি প্রত্যাশীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।শারীরিক বা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা যেন অন্যের ওপর নির্ভরশীল না হয়ে প্রযুক্তির ব্যবহার করে আত্মনিশীল হতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।”

আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের একজন উদ্ভাবক, টকিং হোয়াইট স্টিক আবিষ্কার করেছেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “এই সাদা ছড়ি দিয়ে একজন দৃষ্টি প্রতিবন্ধী, কোন ব্যক্তি বা বস্তু স্পর্শ করলে বা এর সঙ্গে ধাক্কা খাওয়ার আগেই টকিং হোয়াইট স্টিক কথা বলে সতর্ক করে দেয়।” তিনি এ সংশ্লিষ্ট বিষয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এসেসটিভ টেকনোলজি উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের আইসিটি বিভাগ থেকে হুইল চেয়ার দেওয়া হচ্ছে উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন, “শারীরিক প্রতিবন্ধীদের স্বাচ্ছন্দে চলতে দেশে স্বল্প খরচে উচ্চ প্রযুক্তি সম্বলিত হুইল চেয়ার তৈরির পদক্ষেপ নিতে হবে।” আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, “রাষ্ট্রকে বৈষম্যমুক্ত ও মানবিক করতে হলে, সকল সুযোগ সুবিধা সকলের জন্য সমন্বিতভাবে ভাবে কাজে লাগাতে হবে। কোন প্রতিবন্ধী ভাই বোন যেন কোন নাগরিক সুবিধা হতে বিন্দুমাত্র বঞ্চিত না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব।”

XS
SM
MD
LG