রিপাবলিকান আইনপ্রণেতারা কথিত নজরদারী বেলুনটি দ্রুত না নামানোর জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, পেন্টাগনের পরামর্শে বেলুনের ধ্বংসাবশেষ থেকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য তা ভূপৃষ্ঠে বিধ্বস্ত না করে পানির উপরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জীব ও প্রাণী সংরক্ষণ গবেষণা দল নেচারসার্ভের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ৪০ শতাংশ প্রাণী ও ৩৪ শতাংশ উদ্ভিদ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। দেশের ৪১ শতাংশ ইকোসিস্টেম ধ্বংসের পথে।
পপ সুপারস্টার বিয়ন্সে রবিবার চারটি গ্র্যামি পুরস্কার পেয়ে গ্র্যামি পুরস্কারের সর্বাধিক ৩২টি পুরস্কার সংগ্রহের রেকর্ড ভাংলেন। তবে তিনি এবারও বছরের মর্যাদাপূর্ণ সেরা অ্যালবাম বিভাগে ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলসের কাছে হেরে যান।