দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মাসের শেষের দিকে বড় আকারের সামরিক মহড়া শুরুর আগে এক যৌথ সামরিক মহড়ায় আমেরিকার একটি বি-52 বোমারু বিমানের সাথে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানের ভিডিও সোমবার প্রকাশ করেছে। কয়েক দশক ধরে উত্তর কোরিয়া এই যৌথ মহড়াকে আগ্রাসনের সূচনা হিসেবে বর্ণনা করে তা বন্ধের দাবি জানিয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার “ব্লাডি সানডে" দিবসের ৫৮তম বার্ষিকী উপলক্ষে আলাবামার সেলমা শহর সফর করেন যেখানে বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পুলিশ দমন অভিযান চালিয়েছিল। বাইডেন সেলমা সফরকালে ভোটাধিকার জোরদার করার কথা উল্লেখ করেন।
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফোর্ডহাম হাইটস এলাকার একটি সুপারমার্কেট ও লন্ড্রোম্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দমকলবাহিনীর কর্মীরা একটি স্কুটারের লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে আগুন লেগেছে বলে দায়ী করেছেন।