মেক্সিকোতে অপহৃত চার আমেরিকানের মধ্যে দু'জনকে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার পর হোয়াইট হাউজ মঙ্গলবার বলেছে, যুক্তরাষ্ট্র “ন্যায়বিচার নিশ্চিত করবে।” হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়েরে বলেছেন, আমেরিকান নাগরিকদের ওপর হামলা গ্রহণযোগ্য নয়।
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল মঙ্গলবার বলেছেন, আমেরিকার অর্থনীতি যা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়ে দ্রুত গতিতে এগুচ্ছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারকরা যে গতিতে ব্যয় এবং ঋণ হ্রাস করার জন্য আগে পরিকল্পনা করেছিলেন, তা এখন ত্বরান্বিত হতে পারে।
জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও গর্ভপাত করতে দেওয়া হয়নি বলে দাবি করে পাঁচ নারী টেক্সাস রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গত জুনে সুপ্রিম কোর্ট রো বনাম ওয়েড রায় বাতিল করার পরে গর্ভপাত না করতে দেয়ার বিরুদ্ধে এটি প্রথম মামলা।