যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন (মধ্যপ্রাচ্যে) তার সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ইসরাইলে পৌঁছেছেন। অধিকৃত পশ্চিম তটে ক্রমবর্ধমান উত্তেজনা মিত্র দেশকে ইরানকে মোকাবেলার প্রচেষ্টা থেকে বিচ্যুত করতে পারে, যুক্তরাষ্টের এমন উদ্বেগ জানানোর পরিকল্পনা ছিল তার।
যুক্তরাষ্ট্র বুধবার রাশিয়ার তেল কোম্পানি রোজনেফ্ট-এর মালিকানাধীন একটি 737 বোয়িং-কে রাশিয়ার রফতানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জব্দ করার পরোয়ানা পাঠিয়েছে। উড়োজাহাজটির মূল্য ২৫ মিলিয়ন ডলারের ওপরে।
ক্যালিফোর্নিয়া ভিত্তিক রিলেটিভিটি স্পেস কোম্পানি বুধবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে তাদের থ্রিডি প্রিন্টেড রকেটের পরিকল্পিত উৎক্ষেপণ যান্ত্রিক কারণে বাতিল করেছে। সংস্থাটি জানিয়েছে যে পরবর্তী উৎক্ষেপণ শনিবার নির্ধারণ করা হয়েছে।