যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রতিবেশী বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনাকে 'বিপজ্জনক' বলে অভিহিত করেছেন। বাইডেন বলেন, “এই ধরনের আলোচনা বিপজ্জনক এবং উদ্বেগজনকও।”
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস মঙ্গলবার ঘানার সমুদ্রতীরবর্তী ঔপনিবেশিক আমলের একটি দুর্গ পরিদর্শন করেছেন যেখানে লক্ষ লক্ষ আফ্রিকানকে আমেরিকায় পাঠানোর আগে বন্দী করে রাখা হতো। সপ্তাহব্যাপী সফরে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস সামনের দিনগুলিতে তানজানিয়া ও জাম্বিয়া সফর করবেন।
তাইওয়ানের প্রেসিডেন্ট টাই ইং-ওয়েন বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। তিনি ক্যালিফোর্নিয়ায় হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। চীন তাইওয়ানকে বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং ম্যাকার্থির সঙ্গে সাক্ষাত করলে চীন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।