রাশিয়ার এফএসবি নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ওয়াশিংটনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নালে কর্মরত যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে রাশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তবে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, মিথ্যা অভিযোগের ভিত্তিতে ইভান গের্শকোভিচকে আটক করা হয়েছে।
বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র ৬৯০মিলিয়ন ডলার অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেছে। বুধবার ওয়াশিংটনে 'সামিট ফর ডেমোক্রেসি'-তে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বব্যাপী সুস্থ গণতন্ত্র নিয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আফ্রিকার তিন দেশ সফরের অংশ হিসেবে দুই দিনের সফরে বুধবার তানজানিয়া পৌঁছেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সরকার তানজানিয়ায় রফতানি বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে।