ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
মহাসড়কে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী এবং ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ। এসময় সৌমিক বাগচী বলেন, “সাংবাদিক শামস দিনমজুর জাকিরের বরাতে যে কথা লিখেছেন, তা এদেশের কোটি মানুষের মনের কথা।” তিনি অনতিবিলম্বে শামস এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে অভিযোগ করে বলেন, “যখনই বঞ্ছনা নিয়ে কথা হয় তখনই রাষ্ট্র আমাদের মুখ বন্ধ করে দেয়।” রবিবারের (২ এপ্রিল) মধ্যে শামসুজ্জামানকে মুক্তি না দিলে, তারা কঠোর আন্দোলনে যাবেন বলে জানান এই শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ২৯ মার্চ ভোরে নিজ বাসা থেকে শামসকে তুলে নিয়ে যায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। একই দিন প্রথম আলোতে ‘মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন’ প্রকাশের অভিযোগে শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এক যুবলীগ নেতা। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে বৃহস্পতিবার এই প্রতিবেদককে কারাগারে পাঠিয়ে দেন ঢাকার একটি আদালত।