যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি সোমবার সরকারের ঋণ সীমা বাড়ানোর বিষয়ে আবার বৈঠক করেন - এবং তারা আবার কোনও চুক্তিতে পৌঁছাতে পারেননি। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, ১ জুনের মধ্যে সরকার ঋন-খেলাপিতে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার রাতে লাফায়েট স্কয়ারে হোয়াইট হাউজের কাছে একটি ট্রাক নিরাপত্তা বেষ্টনীতে ধাক্কা দিলে ঐ ট্রাকের চালককে আটক করা হয়। একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছে, তদন্তকারীরা ট্রাকের ভেতর থেকে নাৎসি স্বস্তিকার একটি পতাকা পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের সাতটি রাজ্য যারা কলোরাডো নদী থেকে পানি উত্তোলন করে সোমবার তারা পানিরব্যবহার কমাতে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। নদীটি ৪০ মিলিয়ন মানুষের জন্য খাবার পানি এবং কৃষি জমিতে সেচের পানি সরবরাহ করে।