যুক্তরাষ্ট্র সরকার সম্ভবত তার ঋণ সীমা বাড়ানোর জন্য একটি চুক্তিতে এবং তার বিল পরিশোধ করতে সক্ষম নাও হতে পারে বিধায় ফিচ রেটিংস সংস্থা আমেরিকার ক্রেডিট রেটিং হ্রাসের ঝুঁকিতে ফেলেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, ১ জুনের মধ্যে সরকারের বাধ্যবাধকতা পূরণের জন্য অর্থের অভাব হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রত্যন্ত এলাকায় টাইফুন মাওয়ার আঘাত হানার পর বৃহস্পতিবার গুয়ামের অনেক বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ইউএসএস নিমিৎজ বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপকে উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য গুয়ামে যাওয়ার নির্দেশ দিয়েছে নৌবাহিনী।
কিংবদন্তি গায়িকা টিনা টার্নার ৮৩ বছর বয়সে সুইজারল্যান্ডে তার নিজ বাড়িতে মারা গেছেন। আমেরিকান বংশোদ্ভূত এই সংগীত শিল্পীকে "কুইন অফ রক 'এন' রোল" নামেও ডাকা হয়। তিনি আটটি গ্র্যামি পুরষ্কার জিতেছেন।