অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থনৈতিক মুক্তির জন্য শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে গত ১৪ বছরে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। রবিবার (২৮ মে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, “অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য একটি শান্তিপূর্ণ টেকসই পরিবেশ প্রয়োজন।”

শেখ হাসিনা বলেন, “২০০৮ সালে জনগণের ম্যান্ডেট পাওয়ার পর সরকার পরিকল্পিতভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর ফলে, আমরা দারিদ্র্যের হার ও মাতৃমৃত্যু হ্রাস, সাক্ষরতা ও আয়ু বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। সুতরাং, অর্থনৈতিক মুক্তি অর্জনে জনগণের জন্য একটি শান্তিপূর্ণ টেকসই পরিবেশ প্রয়োজন এবং তা সবাইকে মনে রাখতে হবে।”

বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার নিন্দা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এখন কেন এই অস্ত্র প্রতিযোগিতা (চলছে), অস্ত্র প্রতিযোগিতার জন্য যে অর্থ ব্যবহার করা হচ্ছে, তা ক্ষুধার্ত শিশু ও মানুষের জন্য কেন ব্যবহার করা হবে না। এই অস্ত্র প্রতিযোগিতার জন্য সারা বিশ্বে হাজার হাজার শিশু ও নারী মানবেতর জীবনযাপন করছে।”

শেখ হাসিনা উল্লেখ করেন, বাংলাদেশ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের ১০ লাখের বেশি নাগরিক রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে,। এ প্রসঙ্গে তিনি ১৯৭১ সালে বাঙালিদের গণহত্যার কথা স্মরণ করেন। তিনি বলেন, “আমরা চাই বিশ্বে শান্তি ফিরে আসুক। কোনো ধরনের অস্থিরতা (পৃথিবীতে) থাকবে না।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। আমাদের প্রতিটি মুহূর্তে তাদের (স্বাধীনতাবিরোধী শক্তি) বাধা অতিক্রম করতে হবে।” তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বে কোনো ধরনের অস্থিরতা ও সংঘাত চায় না।”

XS
SM
MD
LG