অ্যাকসেসিবিলিটি লিংক

সংসদে বাংলাদেশের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল


বাংলাদেশের জাতীয় সংসদ। (ফাইল ছবি)
বাংলাদেশের জাতীয় সংসদ। (ফাইল ছবি)

বাংলাদেশের ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১ জুন) বাংলাদেশ জাতীয় সংসদে এই বাজেট পেশ করেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে এটি তাঁর টানা পঞ্চম এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট।

বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারের সঙ্গে মিল রেখে একটি ক্রমবর্ধমান অর্থনৈতিক-প্রবৃদ্ধির দিকে দেশকে চালিত করার এবং ৪৭০ কোটি ডলারের (ইউএস) ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।

প্রস্তাবিত বাজেট মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১৫ দশমিক ২ শতাংশ।

মোট প্রস্তাবিত বাজেটের মধ্যে ৪ লাখ ৭৫ হাজার ২৮১ কোটি টাকা পরিচালন ব্যয় এবং বাকি ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে।

মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আনুমানিক ৫ লাখ কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংগ্রহ করবে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং বাকিটা সংগৃহীত হবে অন্য উৎস থেকে।

প্রস্তাবিত বাজেটে অনুদানসহ সামগ্রিক ঘাটতি হবে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ যদিও বর্তমান মূল্যস্ফীতির হার ৯ শতাংশের বেশি।

XS
SM
MD
LG