হোয়াইট হাউজ ছাড়ার পর সরকারের গোপন বা স্পর্শকাতর নথিপত্র ভুলভাবে পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফ্লোরিডার একটি ফেডেরাল গ্র্যান্ড জুরি অভিযোগ দায়ের করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফেডেরাল অভিযোগের মুখোমুখি হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর কানাডার দাবানলের কারণে নিউ ইংল্যান্ড থেকে সাউথ ক্যারোলিনা এবং ওদিকে ওহাইও, ইন্ডিয়ানা এবং মিশিগানসহ মধ্য-পশ্চিমাঞ্চলের কিছু অংশের বায়ুমানের বিষয়ে সতর্কতা বাড়িয়েছে।রবিবার পর্যন্ত ধোঁয়াশা অবস্থা অব্যাহত থাকার আশংকা রয়েছে।
বৃহস্পতিবার জেনারেল মোটর্স ঘোষণা করেছে যে তারা বৈদ্যুতিক যানবাহন তৈরির লক্ষ্যে টেসলার উত্তর আমেরিকান চার্জিং স্ট্যান্ডার্ড গ্রহণের জন্য ফোর্ডের সঙ্গে যোগ দেবে। সরকারি তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও কানাডায় মোট ফাস্ট চার্জারের প্রায় ৬০ শতাংশই হচ্ছে টেসলার সুপারচার্জার।