জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রোববার নিউইয়র্কে পৌঁছান। এই সপ্তাহে বিশ্ব নেতৃবৃন্দের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে এবং সোমবার বৈঠকে (তারা) বিশ্বব্যাপী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও জাতিসংঘের ক্লাইমেট এম্বিশন সামিট (বা জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা) শীর্ষ সম্মেলন শুরুর আগে জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ বাড়ানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে রোববার হাজার হাজার মানুষ নিউইয়র্কের রাস্তায় নেমে আসে।
যুক্তরাষ্ট্র ও ইরান সোমবার থেকে বন্দী বিনিময় প্রক্রিয়া শুরু করেছে। দক্ষিণ কোরিয়ায় জব্দ করা প্রায় ৬ বিলিয়ন ডলার কাতারের কাছে (অ্যাকাউন্টে) পৌঁছানোর পর ইরানে আটক পাঁচ আমেরিকান এবং যুক্তরাষ্ট্রে আটক পাঁচ ইরানী নাগরিকের মুক্তি প্রক্রিয়া শুরু হয়।