ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার বলেন,ইরানের সম্পদের ৬০০ কোটি ডলারের বিনিময়ে পাঁচ আমেরিকানকে মুক্তি দেয়া ছিল “পুরোপুরি মানবিক পদক্ষেপ।” “ইরান ও আমেরিকার মধ্যে যা একটি পদক্ষেপ” হিসেবে বিবেচিত হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ এবং প্রেসিডেন্টজো বাইডেনের সঙ্গে আলোচনার জন্য সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার নিউইয়র্কে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা উভয়ই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন।