যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের জন্য আরও ৩২৫ মিলিয়ন ডলারমূল্যের অস্ত্র পাঠানোর ব্যবস্থা করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা বৃহস্পতিবার আবারও প্রতিরক্ষা ব্যয় বিলে পদ্ধতিগত ভোটে বাধা দিয়েছেন ফলে সেপ্টেম্বর মাসের শেষে সরকারের শাটডাউনের ঝুঁকি বেড়ে গেছে। কট্টরপন্থী রক্ষণশীলদের ছোট একটি দল যারা (সরকারের) ব্যয় কমাতে চায় তারা এই পদক্ষেপটি আটকে দিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীরা (বেআইনিভাবে) যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট সীমান্তে আটক রাখার স্থাপনাগুলোর স্থানসংকুলান আরও ৩২৫০ জনের বাড়িয়ে প্রায় ২৩ হাজার জনের জন্য করেছে।