যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাড়ি নির্মান কর্মীদের ধর্মঘটে সমর্থন জানাতে মঙ্গলবার মিশিগান সফর করবেন। ডেট্রোয়েট থ্রি গাড়ি নির্মাতাদের বিরুদ্ধে শ্রমিকরা বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য ধর্মঘট করছে। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডনাল্ড ট্রাম্প বুধবার কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং কেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী এডেন ডুয়েল পূর্ব আফ্রিকায় সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টা জোরদার এবং হাইতিতে নিরাপত্তা মিশনে কেনিয়ার নেতৃত্ব দেওয়ার প্রচেষ্টাকে সমর্থন করার লক্ষ্যে সোমবার পাঁচ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলের নেতারা সোমবার ১৮ সদস্যের প্যাসেফিক আইল্যান্ডস ফোরামের দুই দিনের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ওয়াশিংটনে জড়ো হন। বাইডেন প্রশাসন ঐ অঞ্চলের জন্য ২০০ মিলিয়ন ডলারের নতুন সহায়তা অনুমোদনের জন্য কংগ্রেসের কাছে অনুরোধ করেছে।