পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরে শতাধিক কিশোর-কিশোরী মঙ্গলবার রাতে বেশ কয়েকটি দোকানে লুটপাট চালায়। পুলিশ জানিয়েছে, ১৫ থেকে ২০ জনকে তারা গ্রেফতার করেছে।
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল জন অ্যাকুইলিনো বুধবার টোকিও সফর করেন। সেখানে তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক হাউজ স্পিকার পল রায়ান মঙ্গলবার বলেন, ডনাল্ড ট্রাম্প প্রার্থী হলে রিপাবলিকানরা প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাবে এবং তিনি মনে করেন ট্রাম্পের কট্টর ডানপন্থি অনুসারীরা কয়েক দিনের মধ্যে সরকারকে শাট ডাউনে বাধ্য করবে।