ডনাল্ড ট্রাম্প (বুধবার রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের) বিতর্কে অংশ না নিয়ে মিশিগানে কয়েক’শ বর্তমান ও সাবেক ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যের সামনে বক্তৃতা দেন। ট্রাম্প তার ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেনকে গাড়ি শিল্প ও শ্রমিকদের প্রতি স্বদয় নন বলে তুলে ধরার চেষ্টা করেন।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন, তিনি মনে করেন না যে সরকারের আংশিক শাটডাউন অনিবার্য। কংগ্রেস যদি আইন পাস করতে ব্যর্থ হয় এবং শনিবার মধ্যরাতের মধ্যে প্রেসিডেন্ট বাইডেন তাতে স্বাক্ষর না করতে পারেন তা হলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে বাধ্যতামূলকভাবে বেতনহীন অবস্থায় থাকতে হতে পারে।
দক্ষিণ কোরিয়ার শীর্ষ দুই গাড়িনির্মাতা প্রতিষ্ঠান হান্দাই ও কিয়া ইঞ্জিনে আগুন লাগার ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের মোট ৩৩ লক্ষ ৭০ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে। উভয় সংস্থাই বলেছে যে ব্রেক ফ্লুইড বেরিয়ে আসায় গাড়িতে আগুন ধরতে পারে।