যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেট এবং রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদ আগামী ১২ মাসের জন্য সরকারের বাজেটের অর্থের পরিমাণ নিয়ে মতবিরোধের কারণে রোববার থেকে সরকারে আংশিক শাটডাউন অনিবার্য বলেই মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন। এরিজোনায় এক ভাষণে বাইডেন অভিযোগ করেন যে সাবেক প্রেসিডেন্ট ও (আগামী নির্বাচনে) রিপাবলিকান দলের অগ্রগামী প্রার্থী ট্রাম্প “বিপজ্জনক ধারণা” পোষণ করেন যে তার ক্ষমতা অসীম বা অনিয়ন্ত্রিত এবং তিনি আইনের উর্ধ্বে।
ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন জানিয়েছে, তারা ডেট্রয়েটের প্রধান তিনটি গাড়ি নির্মাতা কোম্পানির বিরুদ্ধে ধর্মঘট চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ফোর্ড, জেনারেল মোটর্স এবং জিপ নির্মাতা স্টেলান্টিসের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাতে না পারায় ইউনিয়ন কর্মীরা ১৪ সেপ্টেম্বর ধর্মঘট শুরু করেন।