অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু অভিঘাত মোকাবেলায় আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থা প্রয়োজন: হাছান মাহমুদ


বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জলবায়ু অভিঘাত মোকাবেলায় ক্রমবর্ধমান ব্যয়বৃদ্ধি মেটাতে, সমন্বিত সর্বজনীন অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে, কপ-২৮ সম্মেলনের সাইডলাইনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “সিভিএফ-ভি ২০ ফোরামে দুই মেয়াদে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সহনশীলতা ও সক্ষমতা বেড়েছে।” তিনি উল্লেখ করেন, “সে সময়, গ্লোবাল জয়েন্ট মাল্টি ডোনার ফান্ড গঠন এবং বাংলাদেশে ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান’ প্রণীত হয়েছে।”

জলবায়ু অর্থায়ন বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের অধীনেই প্রতি বছর বাংলাদেশের ৮৫০ কোটি ডলারের বেশি প্রয়োজন। একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, “বাংলাদেশ উচ্চ কার্বন নিঃসরণকারী দেশ নয়, বরং এর শিকার। তবুও, আমাদের দেশ ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ সবুজ শক্তি ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছে।”

পরে, কপ-২৮ প্রেসিডেন্সি গোলটেবিল বৈঠকে “অ্যাক্সিলারেটিং ওয়াটার অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন” বৈঠকে অংশ নেন বাংলাদেশের তথ্যমন্ত্রী।

XS
SM
MD
LG