বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৯ ডিসেম্বর) বলেছেন, “নারীর ক্ষমতায়নে দেশ যথেষ্ট এগিয়েছে। আর, রে মধ্য দিয়ে বাংলাদেশ রোকেয়ার স্বপ্ন পূরণ করেছে।”
শেখ হাসিনা শনিবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উদযাপন ও বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বেগম রোকেয়া যেমন বলেছিলেন, আমাদের নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে; সেজন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি।”
শেখ হাসিনা আরো বলেন, “তিনি (রোকেয়া) বলেছিলেন, যেদিন নারীরা জজ-ব্যারিস্টার হবেন, সেদিনই তার (রোকেয়ার) স্বপ্ন পূরণ হবে। সে ক্ষেত্রে আমরা যথেষ্ট এগিয়েছি।”
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “অনেক উন্নত দেশ এখনো একজন নারীকে সরকার প্রধান হিসেবে নির্বাচিত করতে পারেনি। আজ পর্যন্ত সবচেয়ে ক্ষমতাধর দেশেও একজন নারী প্রেসিডেন্ট হতে পারেননি।”
“বাংলাদেশেই তার প্রত্যাশা আমরা অনেকটা পূরণ করতে পেরেছি;” বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেগম রোকেয়া পদক পেলেন ৫ নারী
সমাজ, নারী শিক্ষা ও ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের ৫ জন নারী বেগম রোকেয়া পদক-২০২৩ পেয়েছেন।
শনিবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩তম জন্মবার্ষিকী ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, তাদের হাতে পদক তুলে দেয়া হয়।
পদক গ্রহীতা ৫ নারী হলেন; নারী শিক্ষার জন্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম (মরণোত্তর); নারী অধিকারের জন্য প্রখ্যাত প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আখতার; নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য কামরুন্নেছা আশরাফ দীনা (মরণোত্তর); পল্লী উন্নয়নের জন্য রণিতা বালা এবং নিশাত মজুমদার (পর্বতারোহী)।
অনুষ্ঠানে পদক গ্রহীতাদের পক্ষ থেকে নিশাত মজুমদার তার অনুভূতি ব্যক্ত করেন। বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।