অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে চলেছে আওয়ামী লীগ

১৯:১১ ৭.১.২০২৪

ওবায়দুল কাদের বললেন, 'এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে'

শেখ হাসিনার পোস্টার হাতে আওয়ামী লীগ সমর্থকরা।
শেখ হাসিনার পোস্টার হাতে আওয়ামী লীগ সমর্থকরা।

নির্বাচনের ভোট গ্রহন শেষে সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ তাদের পছন্দমত প্রার্থীদেরকে ভোট দিয়েছে।

''ভোট প্রদানে কোন প্রকার ভয় ভীতি হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে,'' তিনি বলেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোথাও পারফেক্ট গণতন্ত্র নেই।

''খোদ যুক্তরাষ্ট্র কতটা মানবতা, গণতন্ত্র প্রতিপালিত হয় সেটা সবাই জানে।''

ওবায়দুল কাদের বলেন, তারা যে ভোট সুষ্ঠু ভাবে করতে সক্ষম হয়েছেন, এজন্য জনগণের প্রতি তাঁরা কৃতজ্ঞ।

''নির্বাচিনে ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। আশা করি এই নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী হবে। শেখ হাসিনার দৃঢ়তা, প্রজ্ঞা, সাহসিকতায় নৌকার পক্ষে রায় আসবে বলে মনে করি,'' তিনি বলেন।

তিনি আরও বলেন, বিএনপি জামায়াত নির্বাচন প্রতিহত করতে চেয়েছে। ''তারা অগ্নিসন্ত্রাস করেছে। তবে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।''

তিনি বলেন, ''এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্ব, সারা বাংলাদেশ প্রত্যক্ষ করবে আমাদের জনগণের বিজয়।''

''জাতীয় সংসদ নির্বাচনের সকল ভোটার, নতুন প্রজন্মের ভোটার, নাশকতা অগ্নিসংযোগ, ভয়ভীতি উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি,'' তিনি বলেন।

হাসিবুল হাসান ও প্রণব চক্রবর্তী

১৭:৫৭ ৭.১.২০২৪

নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি দল

১৭:৫২ ৭.১.২০২৪

সিইসিঃ নির্বাচনে ভোট পড়েছে '৪০ শতাংশের মতো'

ভোট গণনার কাজ শুরু হয়েছে।
ভোট গণনার কাজ শুরু হয়েছে।

নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ'কথা বলেন।

১৬:৫৪ ৭.১.২০২৪

আইনমন্ত্রী নির্বাচনকে ''গণতন্ত্র রক্ষার ভোট'' বলে বর্ণনা করলেন

আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যে ভোট হচ্ছে তা গণতন্ত্র রক্ষার ভোট। ‘’আমরা ইনশাল্লাহ বিজয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করবো,’’ তিনি বলেন।

রবিবার ৭ তারিখ বেলা ১২ টায় কসবা উপজেলার পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
যারা নির্বাচনকে প্রতিহত করার জন্য হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, তাদের বিষয়ে সাংবাদিকরা আইনমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দেশে আইনের শাসন আছে।

‘’কেউ অসহযোগ, অন্যায় বা অপরাধ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে,’’ তিনি বলেন।

আইনমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মানুষ এ হরতাল মানে না। তারা হরতাল প্রত্যাখ্যান করেছে।

এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বিএনপিতে গণতন্ত্রমনা যারা আছেন, তারা ‘’অবশ্যই ভুল করেছেন।‘’

‘’তার কারণ হচ্ছে, তারা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেননি,’’ তিনি বলেন।

প্রণব চক্রবর্তী

আরও লোড করুন

XS
SM
MD
LG