রংপুর-৩ আসনে বিজয়ী জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের
রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি ৮১ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের মোছা: আনোয়ারা ইসলাম রানী ইগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট।
অন্যান্য বিজয়ী প্রার্থী
ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা ৬৫ হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রবিন ঈগল প্রতীক নিয়ে ৬ হাজার ৩১৪ ভোট পেয়েছেন।
নরসিংদী ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম মোল্লা ঈগল প্রতীক নিয়ে ৫৬ হাজার ৭৭৯ ভোটে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বী খান পেয়েছেন ৪৫ হাজার ১১৫ ভোট।
বরিশাল-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টির ছেরনিয়াবাদ সেকান্দার আলী পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট।
নরসিংদী-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১১ হাজার ৭৫৬ ভোট পেয়ে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৭৭ ভোট।
মৌলভীবাজার -২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একেএম শফি আহমদ সলমান ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট।
মৌলভীবাজার-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আব্দুস শহীদ ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফন্টের প্রার্থী আবদুল মুহিত হাসানী মোমবাতি প্রতীক নিয়ে ৫৩৯০ ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীক নিয়ে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াউল হক পেয়েছেন ৫৫ হাজার ৪৩১ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৮৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ রহমান কাঁচি প্রতীক নিয়ে ৬৪ হাজার ৩৭ভোট পেয়েছেন।
কুমিল্লা ১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আব্দুস সবুর ইসির ঘোষিত বেসরকারি ফলাফলে ১ লাখ ৫৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান ঈগল প্রতীক নিয়ে ২৩ হাজার ৬৭৩ ভোট পেয়েছে।
চট্টগ্রাম ৪ আসনে বেসরকারি ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম আল মামুন নির্বাচিত হয়েছেন। ১২৪ টি কেন্দ্রের সব কটির ফলাফলে তিনি পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৭০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দিদারুল করিম পেয়েছেন ৪৮৮০ ভোট।
তথ্যসূত্রঃ নির্বাচন কমিশন
নির্বাচনের আরও ফলাফল
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৭৭ হাজার ৯৮২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো সাইফুল ইসলাম খান পেয়েছেন ৭০ হাজার ৬৮৫ ভোট।
চট্টগ্রাম ৪ আসনে বেসরকারি ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম আল মামুন নির্বাচিত হয়েছেন। ১২৪ টি কেন্দ্রের সব কটির ফলাফলে তিনি পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৭০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দিদারুল করিম পেয়েছেন ৪৮৮০ ভোট।
তথ্যসূত্রঃ নির্বাচন কমিশন
শেখ হাসিনা নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে বিজয়ী
গোপালগঞ্জ ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ১০৮ টি কেন্দ্রের সবকটি ফলাফলে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।
তথ্যসূত্রঃ নির্বাচন কমিশন
নির্বাচনী সহিংসতায় নিহত এক
বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে দিয়ে রবিবার (৭ জানুয়ারি) বিকালে শেষ হয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সহিংস ঘটনা ঘটেছে চট্টগ্রাম ও মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। মুন্সিগঞ্জে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মুন্সিগঞ্জ-৩ আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন।
মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলো। তারপরও কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।