অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে চলেছে আওয়ামী লীগ

০২:৪৩ ৮.১.২০২৪

সিরাজগঞ্জের সব আসন আওয়ামী লীগের

সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৭৮ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. জহুরুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৩৯ ভোট।

সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত ড. জান্নাত আরা হেনরী ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ঝন্টু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৮০ ভোট।

সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৭০৮।

সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট।

সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত শিল্পপতি আব্দুল মমিন মণ্ডল ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ঈগল প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট।

সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত চয়ন ইসলাম ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হালিমুল হক মীরু ঈগল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট।

তথ্যসূত্রঃ নির্বাচন কমিশন

০২:৪৩ ৮.১.২০২৪

রাজশাহীর ফলাফল

রাজশাহী-১ আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী কাঁচি প্রতীক নিযে পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।

রাজশাহী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা ৫৪ হাজার ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট।

রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ ১ লাখ ৫৪ হাজার ৯৪৬ ভোট নির্বাচিত হয়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক নিযে পেয়েছেন ৫ হাজার ২৩৫ ভোট।

রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ ১ লাখ ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট।

রাজশাহী-৫ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ দারা ৮৬ হাজার ৯১৩ ভোট পেয়ে নিার্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান পেয়েছেন ৮৩ হাজার ৮৬২ ভোট।

তথ্যসূত্রঃ নির্বাচন কমিশন

০১:৫০ ৮.১.২০২৪

আরও যারা বিজয়ী হলেন

রংপুর-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো: সিরাজুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট।

মুন্সীগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাগুফতা ইয়াসমিন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৩ হাজার ৪৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সোয়ানা তাহমিনা পেয়েছেন ১৪ হাজার ১৯৬ ভোট।

বরিশাল-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টির ছেরনিয়াবাদ সেকান্দার আলী পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট।

রংপুর-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২১ হাজার ৯২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট।

রংপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: জাকির হোসেন সরকার ট্রাক প্রতীক নিয়ে ১ লাখ ৯ হাজার ৭০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়ছেন। তার নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাশেক রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৫৯৩ ভোট।

বরিশাল-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুক নৌকা প্রতীক নিয়ে ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো: সালাউদ্দিন রিপন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।

নীলফামারি-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান নূর নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো: জনাল আবেদীন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।

নীলফামারি-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন সরকার নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৯ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী মো: তসলিম উদ্দিন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬৬১ ভোট।

নেত্রকোণা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র জান্নাত ফেরদৌস আরা ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২১৯ ভোট।

নাটোর-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৩ হাজার ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৯০ হাজার ৭৪৮ ভোট।

নীলফামারী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: সাদ্দাম হোসেন পাভেল কাঁচি প্রতীক নিয়ে ৩৯ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অপর স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২৫ ভোট।

রংপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৮১ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী আনিছুর ইসলাম মন্ডল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬৪০ ভোট।

বরগুনা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন –বিএনএম প্রার্থী ড. আবদুর রহমান নোঙ্গর প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট।

ময়মনসিংহ-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সালাম নৌকা প্রতীক নিয়ে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট।

ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ২৪৫ ভোট।

ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙ্গল প্রতীক নিয়ে ১ লাখ ৬ হাজার ৭১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশের ওয়াকার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৬৪৫ হাজার ৮২১ ভোট।

নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: সিদ্দিকুর আলম স্বতন্ত্র থেকে কাঁচি প্রতীক নিয়ে ৬৯ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ হাজার ৩১৩ ভোট।

লালমনিরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: মোতাহার হোসেন নৌকা প্রতীক নিয়ে ৯০ হাজার ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো: আতাউর রহমান প্রধান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ১৫৮ ভোট।

লালমনিরহাট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: নুরুজ্জামান আহমেদ নৌকা প্রতীক নিয়ে ৯৭ হাজার ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো: সিরাজুল হক ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ হাজার ৩৩৮ ভোট।

রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: আসাদুজ্জামান কেটলি প্রতীক নিয়ে ৭৩ হাজার ৯২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অপর স্বতন্ত্র প্রার্থী মো: মশিউর রহমান রাঙ্গা ২৪ হাজার ৩৩২ ভোট।

তথ্যসূত্রঃ নির্বাচন কমিশন

০১:১৪ ৮.১.২০২৪

৭১ দিন পর সোমবার খুলছে খালেদা জিয়ার গুলশান কার্যালয়

গত ২৮ নভেম্বর রাজধানী ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দলটির কেন্দ্রীয়সহ সারা দেশের কার্যালয় বন্ধ হয়ে যায়।

তবে সোমবার খুলছে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়।

এদিন বেলা ১১ টায় দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপি চলমান আন্দোলন সহ সার্বিক বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন ।

তিনি আরো বলেন, "সংবাদ সম্মেলনে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান বক্তব্য রাখবেন। এছাড়াও স্থায়ী কমিটির বেগম সেলিমা রহমান এবং নজরুল ইসলাম সঙ্গে থাকবেন।"

খালিদ হোসেন

আরও লোড করুন

XS
SM
MD
LG