অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে চলেছে আওয়ামী লীগ

০৫:৫৯ ৮.১.২০২৪

আরও কয়েকটি এলাকার ফলাফল

ফরিদপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন (ঈগল) পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।

ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীন প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু ৮৭ হাজার ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থীর স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া (ঈগল) পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট।

ফরিদপুর-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদ ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।

ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন ঈগল প্রতীকে এক লাখ ৪৮ হাজার ৩৫ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ৬৬ ভোট।

ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবাল পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট।

ফেনী-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী আনোয়ারুল করিম ফারুক পেয়েছেন ৪ হাজার ৪৮ ভোট।

ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রহিম উল্লাহ পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট।

দিনাজপুর-১ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া ১ লাখ ১৫ হাজার ৫১৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট।

দিনাজপুর-২ আওয়ামী লীগের প্রার্থী নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ১ লাখ ৭৩ হাজার ৯১২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন পেয়েছেন ১০ হাজার ৩৫৯ ভোট।

দিনাজপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হুইপ ইকবালুর রহিম ১ লাখ ৮ হাজার ২৫৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ কুমার ঘোষ পেয়েছেন ৫৪ হাজার ৩৮ ভোট।

দিনাজপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহদুদ আলী ৯৬ হাজার ৪৪৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারিক পেয়েছেন ৬২ হাজার ৪২৪ ভোট।

দিনাজপুর-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হযরত আলী বেলাল পেয়েছেন ২৬ হাজার ৪৮২ ভোট।

দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিবলী সাদিক ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৫১৫ ভোট।

নারায়ণগঞ্জ-১ আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান ভূঁইয়া পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট। এই আসনে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ৩ হাজার ১৯০ ভোট পেয়েছেন।

নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবু ১ লাখ ৬৮ হাজার ২৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আলমগীর সিকদার লোটন পেয়েছেন সাত হাজার ২৫৬ ভোট।

নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী লিয়াকত হোসেন খোকা পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট।

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম শামীম ওসমান ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মুরাদ হোসেন জামাল পেয়েছেন ৭ হাজার ২৬৯ ভোট।

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ কে এম সেলিম ওসামন ১ লাখ ১৫ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী এ এম এম একরামুল হক পেয়েছেন ৩ হাজার ৭৩৩ ভোট।

জামালপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নুর মোহাম্মদ নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এস এম আবু সায়েম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট্।

জামালপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭০ হাজার ৭৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম শাহিনুজ্জামান পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট।

জামালপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মির্জা আজম নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন দুই লাখ ৭৬ হাজার ৪৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মীর শামছুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪৭০ ভোট।

জামালপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদ ট্রাক প্রতীক নিয়ে ৫০ হাজার ৬৭৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট।

জামালপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ২ লাখ ১৫ হাজার ৮৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ২৪৯ ভোট।

তথ্যসূত্রঃ নির্বাচন কমিশন

০৫:০৩ ৮.১.২০২৪

নির্বাচনে ১৯ নারী প্রার্থী জয়ী

মতিয়া চৌধুরী
মতিয়া চৌধুরী

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি নারী প্রার্থী, ৯২ জন অংশ নেয়।

৯২ জনের মধ্যে ১৯ জন নারী প্রার্থী জয়লাভ করেছে।

তার মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ১৫ জন নারী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪ জন।

তবে, স্বতন্ত্র প্রতীকে জয়ী ৪ নারীই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বা আওয়ামী পরিবারের সন্তান।

আওয়ামী লীগের জয়ী প্রার্থীরা হলেন- বর্তমান সংসদের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), স্পীকার শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩), সাহাদারা মান্নান (বগুড়া-১), জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্চ-২), হাবিবুন নাহার (বাগেরহাট-৩),সুলতানা নাদিরা (বরগুনা-২), আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর সদস্য মতিয়া চৌধুরী (শেরপুর-২), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), সাগুফতা ইয়াসমিন (মুন্সীগঞ্জ-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনী (চাঁদপুর-৩), খাদিজাতুল আনোয়ারা (চট্রগ্রাম-২) ও শাহীন আক্তার (কক্সবাজার-২)।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (প্রস্তাবিত) সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (গাইবান্ধ্যা-১)। বর্তমান সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম (মাদারীপুর-৩)। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা (সুনামগঞ্জ-২) ও আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী(হবিগঞ্জ-১)।

বর্তমান একাদশ সংসদে সরাসরি ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্য রয়েছে ২২ জন। সেই হিসেবে আগামী দ্বাদশ সংসদে নারী সংসদ সদস্যের সংখ্যা কমে আসছে।

আদিত্য রিমন

০৪:৪৯ ৮.১.২০২৪

তিন পার্বত্য জেলার ফলাফল

রাঙ্গামাটিতে নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার ২ লাখ ৭১ হাজার ৩৭৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংস্কৃতিক জোটের ছড়ি প্রতীকের প্রার্থী অমর কুমার দে ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯৬৫ ভোট।

খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট।

বান্দরবানে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈ শিং পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ২৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের এ টি এম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৪৩ ভোট।

তথ্যসূত্রঃ নির্বাচন কমিশন

০৪:৪৭ ৮.১.২০২৪

আরও কয়েকটি আসনের ফলাফল

কুষ্টিয়া-১ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী ৮৬ হাজার ৫৩৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল পেয়েছেন ৫১ হাজার ৫৬৭ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীক নিয়ে ৯৮ হাজার ৮৯৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার কাছে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৭৯ হাজার ৭৩৫ ভোট ।

কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মাহাবুবউল আলম হানিফ পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু পেয়েছেন ৪৩ হাজার ৭২৬ ভোট।

কুষ্টিয়া-৪ আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম আলতাফ জর্জ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।

কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ১ লাখ ৫৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান পেয়েছেন ২৩ হাজার ৬৭৩ ভোট।

কুমিল্লা-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদ ৪৪ হাজার ৪১৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমাদ পেয়েছেন ৪২ হাজার ৪৫৩ ভোট।

চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. সেলিম মাহমুদ ১ লাখ ৫১ হাজার ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সেলিম প্রধান চেয়ার প্রতীক ৫ হাজার ৭৩৪ ভোট পেয়েছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ১ লাখ ৮৫ হাজার ৯৯৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ঈগল প্রতীক এম. ইসফাক আহসান পেয়েছেন ২১ হাজার ৩৩৫ ভোট।

চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দীপু মনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঈগল প্রতীকে মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া পেয়েছেন ২৪ হাজার ১৯৭ ভোট।

চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান ৩৬ হাজার ৪৫৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া পেয়েছেন ৩৫ হাজার ৪২৫ ভোট।

চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর (অব.) রফিকুল ইসলাম ৮৪ হাজার ১৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিন ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ১৫৫ ভোট।

কুমিল্লা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার ঈগল প্রতীক নিয়ে ৮৩ হাজার ৯৭১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন পেয়েছেন ৭২ হাজার ১৪ ভোট।

কুমিল্লা-৪ আসনে আরেক স্বতন্ত্র প্রা্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ ৯৬ হাজার ৮০৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ৮১ হাজার ২৮৭ ভোট।

কুমিল্লা-৫ আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের ৬৫ হাজার ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬১ হাজার ৫২২ ভোট।

কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ১ লাখ ৩২ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৪৪ হাজার ৯৬৬ ভোট।

কুমিল্লা-৭ আসনে নৌকা প্রতীকের প্রার্থী প্রাণ গোপাল দত্ত ১ লাখ ৭৩ হাজার ৬৭৬ ভোটে নির্বাচিত হয়েছেন্। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মুনতাকিম আশরাফ টিটু পেয়েছেন ১১ হাজার ৬৬৮ ভোট।

কুমিল্লা-৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এ জেড এম শফিউদ্দিন শামীম ২ লাখ ৭২৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এইচ এম ইরফান পেয়েছেন ৩ হাজার ৭২১ ভোট।

কুমিল্লা-৯ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. তাজুল ইসলাম ২ লাখ ৩৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট।

কুমিল্লা-১০ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আ হ ম মুস্তফা কামাল পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী জোনাকী হুমায়ুন পেয়েছেন ৮ হাজার ৫৪৭ ভোট।

কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মুজিবুল হক ১ লাখ ৮১ হাজার ৬৭৪ ভোটে নির্বাচিত হজন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন ২২ হাজার ৭০০ ভোট।

ফরিদপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন (ঈগল) পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।

ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীন প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু ৮৭ হাজার ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থীর স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া (ঈগল) পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট।

ফরিদপুর-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদ ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।

ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন ঈগল প্রতীকে এক লাখ ৪৮ হাজার ৩৫ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ৬৬ ভোট।

কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ১ লাখ ৫৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান পেয়েছেন ২৩ হাজার ৬৭৩ ভোট।

কুমিল্লা-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদ ৪৪ হাজার ৪১৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমাদ পেয়েছেন ৪২ হাজার ৪৫৩ ভোট।

কুমিল্লা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার ঈগল প্রতীক নিয়ে ৮৩ হাজার ৯৭১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন পেয়েছেন ৭২ হাজার ১৪ ভোট।

কুমিল্লা-৪ আসনে আরেক স্বতন্ত্র প্রা্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ ৯৬ হাজার ৮০৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ৮১ হাজার ২৮৭ ভোট।

কুমিল্লা-৫ আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের ৬৫ হাজার ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬১ হাজার ৫২২ ভোট।

কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ১ লাখ ৩২ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৪৪ হাজার ৯৬৬ ভোট।

কুমিল্লা-৭ আসনে নৌকা প্রতীকের প্রার্থী প্রাণ গোপাল দত্ত ১ লাখ ৭৩ হাজার ৬৭৬ ভোটে নির্বাচিত হয়েছেন্। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মুনতাকিম আশরাফ টিটু পেয়েছেন ১১ হাজার ৬৬৮ ভোট।

কুমিল্লা-৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এ জেড এম শফিউদ্দিন শামীম ২ লাখ ৭২৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এইচ এম ইরফান পেয়েছেন ৩ হাজার ৭২১ ভোট।

কুমিল্লা-৯ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. তাজুল ইসলাম ২ লাখ ৩৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট।

কুমিল্লা-১০ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আ হ ম মুস্তফা কামাল পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী জোনাকী হুমায়ুন পেয়েছেন ৮ হাজার ৫৪৭ ভোট।

কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মুজিবুল হক ১ লাখ ৮১ হাজার ৬৭৪ ভোটে নির্বাচিত হজন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন ২২ হাজার ৭০০ ভোট।

তথ্যসূত্রঃ নির্বাচন কমিশন

আরও লোড করুন

XS
SM
MD
LG