বিএনপির রিজভির অভিযোগ, 'রাতে ব্যালট বাক্স ভরা হয়েছে'
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, তাঁর ভাষায়, ‘’একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে।‘’
তিনি বলেন, ‘’ভোট কেন্দ্রে কোনও ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে।‘’
নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে আজ সকাল ৯টায় কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এসব অভিযোগ করেন।
রবিবার (৭ জানুয়ারি) সকালে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতাল সফলে সকাল ৯টায় দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নেতাকর্মীদের মিছিল করে।
বিএনপির আন্দোলন চলবে বলে উল্লেখ করে রিজভী সবাইকে আজকের হরতাল সফল করার আহবান জানান।
বিএনপি অফিসে তালা, কোথাও কেউ নেই
রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে সরেজমিনে দেখা যায়, বিএনপির কার্যালয়ে ঝুললে তালা। কার্যালয়ে কলাপসিবল গেটের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কয়েটি আসবাবপত্র ও ময়লা। আর পাশের ফুটপাতে অবস্থান নিয়েছে পুলিশের কয়েকজন সদস্য। আশপাশে দোকানগুলো বন্ধ রয়েছে।
ভোট বর্জনের দাবিতের ৬ জানুয়ারি সকাল থেকে ৮ জানুয়ারি সকাল পর্যন্ত ৪৮ ঘন্টার হরতালের কর্মসূচি পালন করছে বিএনপি।
বিএনপির মিড়িয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান ভয়েস অব আমেরিকা বলেন, ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির কার্যালয় বন্ধ রয়েছে। মূলত কার্যালয়ে কেউ আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করছে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষের পর থেকে বন্ধ রয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয়। সেই হিসেবে ২ মাস ১০ দিন বন্ধ রয়েছে দলটির নয়াপল্টনস্থ কার্যালয়।
এই পুরোটা সময় অজ্ঞাত স্থান থেকে নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে আসছে তারা।
খান বলেন, এর আগে শুধু একবার এতো দীর্ঘ সময় বিএনপির কার্যালয় বন্ধ ছিলো। সেটা হচ্ছে ১/১১ সরকারের সময়, যখন ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়।
ওই সময় তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাব-জেলে ৩৭২ দিন কাটানোর পর ১১ সেপ্টেম্বর মুক্তি পান। তখন আবার দলীয় কার্যালয় খুলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
আদিত্য রিমন
ঢাকা থেকে
চট্টগ্রামে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মাথায় সকাল ৯টার দিকে মৌলভী পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রে ভোটার আসতে বাধা দিলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তারা পুলিশের উপর হামলা করে। পরে সংঘর্ষ বেঁধে যায়।
স্থানীয়রা জানান, মহানগরীর মৌলভী পুকুর এলাকায় ভোটারদের ভোট দিতে বাধা দেয় বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এতে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
ওবায়দুল কাদের বললেন, 'বর্জনকারীদের বর্জন করেছে ভোটাররা'
আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ভোট দেবার পর বলেছেন, ‘’উৎসবমুখর পরিবেশে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন’’
তিনি বলেন, ‘’ভোট বর্জনকারীদের বর্জন করেছেন ভোটাররা।‘’
সকালে দশটার পরে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে (নিজ বাড়ি সংলগ্ন) ভোট দেন।
তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নোয়াখালী-৫ আসন থেকে। নোয়াখালী জেলা আওয়ামী লীগ সূত্রে এই তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের টানা তিনবারের এই সাধারণ সম্পাদক ২০০৮ সাল থেকে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন।
চার লাখ চার হাজার ৯৭৭ জন ভোটারের এই আসনে এবারও বাধাহীন প্রার্থী ওবায়দুল কাদের। আসনটিতে নৌকার কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
ওবায়দুল কাদেরের বিপক্ষে অবস্থান নেওয়া চারটি ছোট দলের চারজন প্রার্থী। যদিও ভোটের মাঠে প্রচারে খুব একটা দেখা মেলেনি তাদের।
প্রণব চক্রবর্তী