সিইসি বললেন, সকালের দিকে ভোট 'অল্প অল্প' হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে অবশ্যই প্রত্যেকটা কেন্দ্রে প্রার্থীদের পোলিং এজেন্ট থাকতে হবে। কিন্তু তিনি যে ভোটকেন্দ্রগুলোতে গেছেন, সেখানে সব একই দলের পোলিং এজেন্ট পেয়েছেন।
‘’নৌকার পক্ষের একজন করে পোলিং এজেন্ট পেয়েছি।বাদ বাকি প্রার্থী বা অন্য কোন লোকজন দেথতে পাইনি,’’ তিনি বলেন।
রোবববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দিযে এসে সকাল সাড়ে ১০ টায় নির্বাচন কমিশনে (ইসি) ভবনের চতুর্থ তলায় সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, ‘’আসলে মনে হচ্ছে, প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যারা, তাদের অনেকের বোধ হয়, সেই সামর্থ নাই। আমরা খুব জোর দিয়ে বলেছিলাম প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে অবশ্যই প্রত্যেকটা কেন্দ্রে পোলিং এজেন্ট থাকতে হবে।‘’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোট মাত্র শুরু হয়েছে। তিনি আশা করেন ভোটার উপস্থিতি আরও বাড়বে।
‘’আমি একেবারে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে গিয়েছিলাম।প্রত্যেকটা সেন্টারে আমি খবর নিয়েছি ভোট হয়েছে, অল্প অল্প, কোথাও ২৫টি কোথাও ৪১টি ভোট পড়েছে।‘’
আজ সারা দেশে হরতাল চলছে, নাশকতার ঘটনা ঘটেছে। এতে করে ভোটারের উপস্থিতিতে কোন প্রভার পড়েছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘’এটা আমি ঠিক করে বলতে পারবো না, ভোটারদের ওপর প্রভাব পড়বে কি, পড়বে না? আমরা কেবল ভোটটা ম্যানেজ করছি। আর ভোটারদের কিভাবে এগিয়ে আসতে হবে, এ ব্যাপারে আমি কোন মন্তব্য করবো না।‘’
তার মানে কি এটাকে প্রতিদ্বন্দ্বীতাহীন নির্বাচন বলবো, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘’জিনিসটা হচ্ছে মানুষ ভোট দিবে, কিন্তু আমরা চেয়েছিলাম পোলিং এজেন্টও থাকুক। যদি কোন রকম অনিয়ম হয় তাহলে যেন প্রতিপক্ষেরর আরেকজন পোলিং এজেন্ট সেটা প্রতিরোধ করতে পারে।‘’
গোলাম সামদানী
ঢাকা থেকে
এক কেন্দ্রের চিত্রঃ নেতা-কর্মীদের ভিড়, ভোটার কম
ঢাকা-৮ আসনের ৮৯ নাম্বার ভোটকেন্দ্র হচ্ছে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ। রাজধানীর শান্তিনগর এলাকায় অবস্থিত এই কেন্দ্রের বাইরে মানুষের ভিড় থাকলেও ভেতরে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। ভোট শুরুর প্রথম আড়াই ঘন্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৬০টি।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এবিএম সাব্বির ভয়েস অব আমেরিকা জানান, তার কেন্দ্রে মোট ভোটার ২৩৯০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৩২৩ জন, মহিলা ভোটার ১০৬৭ জন। তার মধ্যে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ৬০ জন ভোট দিয়েছেন।
তিনি জানান, সকাল থেকে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিলো। ধীরে-ধীরে ভোটারের উপস্থিতি বাড়ছে। ভোটের পরিবেশও ভালো। কোনও ধরণের ঝামেলা হয়নি।
সকাল সাড়ে ১১ টার দিকে সরেজমিনে এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রর বাইরে নৌকা প্রতীকের প্রার্থীর ব্যাজ পরা নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। কেন্দ্রর পাশে নৌকার প্রার্থীর কর্মীরা ভোটাদের সহায়তা করার জন্য ভোটার তালিকাসহ টেবিল-চেয়ার নিয়ে বসে আছে।
কিন্তু কেন্দ্রের ভেতরে ভোটারের উপস্থিতি নেই। প্রায় ৪৫ মিনিট কেন্দ্রর ভেতরে অবস্থান করে দেখা গেছে, ৪ জন ভোটার ভোট দিতে এসেছেন। তার মধ্যে ৩ জন মহিলা ও একজন বয়স্ক পুরুষ।
নির্বাচন কমিশনের প্রার্থী তালিকা অনুযায়ী, এই আসনে আওয়ামী লীগের নৌকা ও জাতীয় পার্টির লাঙ্গলসহ মোট ১১ জন প্রার্থী ভোটে লড়ছেন। কিন্তু ৮৯ কেন্দ্রের মহিলা ভোটের বুথ-১ ও ২ কক্ষে ঘুরে দেখা গেছে, প্রার্থীদের মধ্যে নৌকা ও তরিকত ফেড়ারেশনের ফুলের মালার প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত রয়েছে। বাকি ৯ প্রার্থীর কোনও পোলিং এজেন্ট এই কেন্দ্রে নেই।
এই বিষয়ে এবিএম সাব্বির ভয়েস অব আমেরিকা বলেন, আমাদের কাছে শুধু মাত্র এই দুই প্রার্থীর পক্ষ থেকে পোলিং এজেন্ট দেওয়ার জন্য আবেদন করেছে। বাকি কোনও প্রার্থী পোলিং এজেন্টের জন্য আবেদন করেনি।
কেন্দ্রের বাইরে দাড়িয়ে নৌকা প্রতীকের প্রার্থীদের সমর্থকদের দাড়িয়ে থাকা নিয়ে সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হতে দেখা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মানুষ বলেন, নির্বাচন পরিবেশ ভালো আছে। নেতাকর্মীরা এখানে দাড়িয়ে ছিলো, তাদেরকে আমরা সরে যেতে বলেছি, তারা সরে গেছে। এর বাইরে কিছু না।
আদিত্য রিমন
ঢাকা থেকে
আওয়ামী লীগ নেতা বললেন, 'জনগণ ইতোমধ্যেই জঙ্গিশক্তিকে প্রতিহত করেছে'
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের লিয়াজোঁ ও নির্বাচন সংক্রান্ত মনিটরিং উপ-কমিটির সদস্য সচিব এবং দলের সাংগঠনিক সম্পাদক বি, এম, মোজাম্মেল হক বলেছেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণভাবে’ ভোট হচ্ছে।
তিনি অভিযোগ করেন যে, তাঁর ভাষায়, ‘’স্বাধীনতা বিরোধী ও জঙ্গিশক্তি জামায়াত বিএনপি ট্রেনে, বাসে আগুন দিয়েছে, বিভিন্ন ভোট কেন্দ্রে চেষ্টা করেছে আগুন দেওয়ার।’’
‘’কিন্তু জনগণ ইতোমধ্যেই এদের প্রতিহত করেছে,’’ তিনি বলেন।
তিনি বলেন, একটি ‘’অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ’’ পরিবেশে ভোটাররা দেশের সকল স্থানে তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে।
বি, এম, মোজাম্মেল হক আরও বলেন, আমার ধারনা আমরা যা আশা করি তার চেয়েও সন্তোষজনক ভোট ও ভোটার উপস্থিতি হবে।
হাসিবুল হাসান
ঢাকা থেকে
বিএনপির আন্দোলন 'সফল' হয়েছে, বললেন মঈন খান
সাজানো নির্বাচনের নাটকের শেষ অংশ আজ সকাল থেকে মঞ্চাস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, ‘’গত এক বছর ধরে আমরা বলে আসছি, বাংলাদেশের মানুষ এই সরকারকে বর্জন করেছে। সেই কথাটি আজকে ভোট বর্জণের মধ্যে জনগণ দেশে-বিদেশে সবার সামনে প্রমাণ করেছে।‘’
‘’সরকারের নির্বাচনের নাটক আজকে সারা বিশ্বে উন্মোচিত হয়ে গেছে,’’ তিনি বলেন।
রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, সকালের ভোট শুরু হবার পর থেকে তারা বিভিন্ন ভোট কেন্দ্রের ছবি সংগ্রহ করেছেন। কিছু-কিছু ভোট কেন্দ্রের সামনে কিছু লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মঈন খান।
তিনি বলেন, ‘’এটা দেখলে বোঝা যায়, তারা ভোটার নয়। আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মানুষকে ভয়-ভীতি ও লোভ দেখিয়ে দাঁড় করিয়ে রেখেছে।
‘’এটা করে সরকার নিজেদেরকে প্রতারিত করতে পারবে, কিন্তু বিশ্বকে করতে পারবে না,’’ তিনি বলেন।
গত ৭৯ দিনে বিএনপির ২৬ হাজার নেতাকর্মীকে সরকার গ্রেফতার করেছে বলে দাবি করেন জনাব মঈন খান। তিনি বলেন, ‘’কিন্তু আমাদের যে আন্দোলন সেটা থেকে সরাতে পারেনি।‘’
‘’আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের সেই আন্দোলন সফল হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে রাস্তায় দাঁড়িয়ে লগি-বৈঠার আন্দোলন করে, মানুষ পুড়িয়ে মারে, সেটাতো বিএনপি করে না।‘’
বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের রিপোর্টে প্রকাশ করে দিয়েছে, এই নির্বাচন একটি ভুয়া নির্বাচন।
আদিত্য রিমন
ঢাকা থেকে