অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে চলেছে আওয়ামী লীগ

১৪:২২ ৭.১.২০২৪

সারা দেশে প্রথম চার ঘণ্টায় ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে

ঢাকার এক কেন্দ্রে ভোটারদের লাইন।
ঢাকার এক কেন্দ্রে ভোটারদের লাইন।

নির্বাচন কমিশন সচিব মো: জাহাংগীর আলম বলেছেন, আজ ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবার পর প্রথম চার ঘণ্টায় সারাদেশে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, দুপুর ১২ টা থেকে ১২ টা ১০ পর্যন্ত ভোটগ্রহণের যে পার্সেন্টটেজ সেটা ঢাকা বিভাগে ১৭ ভাগ, চট্রগ্রাম বিভাগে ২০ ভাগ, সিলেটে ১৮ ভাগ, বরিশালে ২২ ভাগ, খুলনায় ২১ ভাগ, রাজশাহীতে ১৭ ভাগ, ময়মনসিংহে ২০ ভাগ।

‘’সে হিসাবে গড়ে ৮টি বিভাগে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি,’’ তিনি বলেন।

দেশে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। এই পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৩টি ভোট কেন্দ্র বাতিল করা হয়েছে।যার ১টি হচ্ছে নরসিন্ধীতে বাকি ২টি ভোট কেন্দ্র বাতিল হয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়।

রোববার (৭ জানুয়ারি) দুপুর সোযা একটায নির্বাচন কমিশনর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে ৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিলো বর্তমানে সেগুলো আবার চালু হয়েছে। তবে একটি কেন্দ্রে জোর করে ১২০০ ভোট সিল মেরেছিলো।

‘’সেই কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছে। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে পুলিশ ধরার চেষ্টা করছে,’’ তিনি বলেন।

গোলাম সামদানী

ঢাকা থেকে

১৬:৪৩ ৭.১.২০২৪

আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল

Rapid Action Battalion (RAB) personnel stand guard to disperse opposition activists staging a protest to condemn the ongoing general elections, in the port city of Chittagong on January 7, 2024.
আইন শৃঙ্খলাবাহিনীকে হুমকি প্রদর্শনের অভিযোগে চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী মুস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিব মো: জাহাঙ্গীর আলম বলেছেন, তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামলা হয়েছিল। মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইন শৃঙ্খলাবাহিনীকে হুমকি প্রদর্শন করেছেন।

মো: জাহাঙ্গীর আলম আরও জানান, সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে বেলা তিনটা পর্যন্ত (সাত ঘন্টায়) সারাদেশে মোট ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে সাড়ে তিনটায় রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এই পর্যন্ত সাতটি কেন্দ্রে ভোট বাতিল হয়েছে, এবং ১৫ ব্যক্তিকে জাল ভোট দেয়া কিংবা জাল ভোটে সহায়তা করার জন্য শাস্তি বা দন্ড দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং সহ যারা জাল ভোট প্রদান করতে গেছেন তারাও রয়েছেন।

ছোটখাটো ৩০/৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। ‘’কোথাও আমাদের পুলিশের গাড়িতে ইট মেরে গ্লাস ভাঙা হয়েছে। কোথাও ভোট কেন্দ্রের পাশে ককলেট বিস্ফোরণ হয়েছে,’’ তিনি বলেন।

তিনি বলেন, এই পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। যেটা নিয়ে আইনশৃঙ্খলাবাহিনী তদন্ত করছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

গোলাম সামদানী

১৬:৫৪ ৭.১.২০২৪

আইনমন্ত্রী নির্বাচনকে ''গণতন্ত্র রক্ষার ভোট'' বলে বর্ণনা করলেন

আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যে ভোট হচ্ছে তা গণতন্ত্র রক্ষার ভোট। ‘’আমরা ইনশাল্লাহ বিজয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করবো,’’ তিনি বলেন।

রবিবার ৭ তারিখ বেলা ১২ টায় কসবা উপজেলার পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
যারা নির্বাচনকে প্রতিহত করার জন্য হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, তাদের বিষয়ে সাংবাদিকরা আইনমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দেশে আইনের শাসন আছে।

‘’কেউ অসহযোগ, অন্যায় বা অপরাধ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে,’’ তিনি বলেন।

আইনমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মানুষ এ হরতাল মানে না। তারা হরতাল প্রত্যাখ্যান করেছে।

এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বিএনপিতে গণতন্ত্রমনা যারা আছেন, তারা ‘’অবশ্যই ভুল করেছেন।‘’

‘’তার কারণ হচ্ছে, তারা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেননি,’’ তিনি বলেন।

প্রণব চক্রবর্তী

১৭:৫২ ৭.১.২০২৪

সিইসিঃ নির্বাচনে ভোট পড়েছে '৪০ শতাংশের মতো'

ভোট গণনার কাজ শুরু হয়েছে।
ভোট গণনার কাজ শুরু হয়েছে।

নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ'কথা বলেন।

আরও লোড করুন

XS
SM
MD
LG