অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৮:২৮ ৭.৮.২০২৪

পুলিশে ব্যাপক রদবদল, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর লোগো
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর লোগো

বাংলাদেশে পুলিশে এসেছে বড় ধরনের রদবদল। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানকে বদলি করা হয়েছে।

বুধবার (৭ অগাস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশের উপমহাপরিদর্শক মো. মাইনুল হাসান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে হাবিবুর রহমানকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান পুলিশ অধিদপ্তরের দায়িত্ব থেকে বদলি হয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে র‌্যাবের ডিজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে সরকার চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেয়। এর আগে তিনি পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:১৪ ৭.৮.২০২৪

সীমান্ত অতিক্রম রোধে জনসহযোগিতা চেয়েছে বিজিবি

অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে জনসাধারণের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ অগাস্ট) এক বার্তায় সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালানো রোধে সব নাগরিকের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সীমান্ত পার হওয়া উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এই সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:০৭ ৭.৮.২০২৪

নৈরাজ্য-লুটপাট বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাংলাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লুটপাট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (৭ অগাস্ট) পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন।

নতুন আইজিপিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির উন্নতির দিকে পুলিশকে মনোযোগী হতে হবে।

পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য যাতে চেইন অব কমান্ড মেনে উচ্চ মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৭:৫৭ ৭.৮.২০২৪

বিএনপি সমাবেশে খালেদা জিয়ার 'প্রতিশোধের পথ' পরিহার করার আহ্বান

Supporters of Bangladesh Nationalist Party (BNP) chant slogans as they join in a rally, days after the resignation of former Prime Minister Sheikh Hasina, in Dhaka
বিএনপি সমাবেশে আসা এক দল সমর্থক। ফটোঃ ৭ অগাস্ট, ২০২৪।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান খালেদা জিয়া বুধবার (৭ অগাস্ট) ভিডিও কলের মাধ্যমে পল্টনে দলের সমাবেশে দেয়া ভাষণে প্রতিশোধের পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন।

তিনি ২০১৮ সালের পর তাঁর প্রথম রাজনৈতিক ভাষণে “শান্তি ও ভালবাসা” দিয়ে দেশ গড়ার আহ্বান জানান।

“শান্তি, প্রগতি, সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি,” ভিডিও বার্তায় জিয়া বলেন।

খালেদা জিয়া ২০১৮ সালে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ২০২০ সালের মার্চ মাসে মানবিক কারণে তাঁকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়।

গত সোমবার (৫ অগাস্ট) ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর রাষ্ট্রপতি মোহাম্মাদ শাহাবুদ্দিন খালেদা জিয়ার সাজা বাতিল করেন।

জিয়া তাঁর ভাষণে সাম্প্রতিক আন্দোলনে নিহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানান।

'"দীর্ঘ আন্দোলন–সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যাঁরা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন,” তিনি বলেন।

আরও লোড করুন

XS
SM
MD
LG