অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

২০:০৮ ৭.৮.২০২৪

বাংলাদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুপস্থিতিতে সচিবালয়ে অচলাবস্থা

বাংলাদেশে সচিবালয়ের ভবন
বাংলাদেশে সচিবালয়ের ভবন

শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের ফলে দেশের প্রশাসনিক কাঠামোতে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটেছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা কার্যালয়ে যাওয়া বন্ধ করে দেওয়ায় সচিবালয়ের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

শেখ হাসিনার পদত্যাগের পর প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ প্রভাবশালী কর্মকর্তারা আত্মগোপনে চলে গেছেন। অনেকে তাদের ফোন বন্ধ করে দিয়েছেন, অনেকে অফিসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন, অনেকে আবার কোনো প্রকার নির্দেশিকা ছাড়াই অধঃস্তনদের ছেড়ে দিয়েছেন। এর ফলে আদেশের পালাক্রমে (চেইন অব কমান্ড) ভাঙন দেখা দিয়েছে এবং প্রশাসনের মধ্যে নেতৃত্বহীনতার বোধ তৈরি হয়েছে।

সোমবার (৫ অগাস্ট) শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সচিবালয়ে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে। তারপর থেকে কোনো পুলিশ কর্মকর্তাকে সেখানে দেখা যায়নি। সেনাবাহিনী এখন সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

বুধবার (৭ অগাস্ট) সচিবালয় ঘুরে দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় উপস্থিতি অনেকটাই কম। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত না থাকায় বিএনপিপন্থীদের পুনরায় সংগঠিত হতে দেখা গেছে। এদিকে, পদোন্নতি থেকে বঞ্চিত কর্মচারীরা সরকারের পতন উদযাপন করতে মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা দেশত্যাগ করেন। এরপর থেকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তিনি দেশে আছেন কি না তা এখনো স্পষ্ট নয়। একইভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন কোথায় আছেন তাও জানা যায়নি।

অনেক গুরুত্বপূর্ণ সচিব অফিসে আসছেন না। জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম এবং সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মশিউর রহমান বুধবার অফিসে অনুপস্থিত ছিলেন।

কৃষিসচিব ওয়াহিদা আক্তার গত দুই দিন ধরে অফিসে নেই। সোমবার উপস্থিত থাকলেও ভূমিসচিব খলিলুর রহমান মঙ্গলবার অনুপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান মঙ্গলবার উপস্থিত থাকলেও বুধবার দুপুর পর্যন্ত অফিসে আসেননি। তবে তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবির খন্দকার এবং খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন সবসময়ই উপস্থিত ছিলেন।

এদিন পদোন্নতিবঞ্চিত শতাধিক কর্মচারী দুপুরের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠাগারে জড়ো হন। তারা একটি অভিযোগের তালিকা তৈরি করে যুগ্ম সচিব (প্রশাসন) রিপন চাকমার কার্যালয়ে গিয়ে তাঁকে না পেয়ে স্লোগান দেন। পরে আরও আলোচনার জন্য পুনরায় সমবেত হন তারা।

পদোন্নতিবঞ্চিত কর্মচারীদের সভাপতি এ বি এম আল আমিন ইউএনবিকে বলেন, “আমরা আজকের মধ্যে আমাদের পদোন্নতি দাবি করছি। আওয়ামী লীগ সরকারের সময় আমাদের পরে যারা যোগ দিয়েছিলেন, তাদের অনেকেই আমাদের আগে পদোন্নতি পেয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছি।”

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে)

২০:০৬ ৭.৮.২০২৪

ভিডিওঃ “শান্তি ও ভালবাসা” দিয়ে দেশ গড়ার আহ্বান জানালেন খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান খালেদা জিয়া বুধবার (৭ আগস্ট) ভিডিও কলের মাধ্যমে পল্টনে দলের সমাবেশে দেয়া ভাষণে প্রতিশোধের পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন।

তিনি ২০১৮ সালের পর তাঁর প্রথম রাজনৈতিক ভাষণে “শান্তি ও ভালবাসা” দিয়ে দেশ গড়ার আহ্বান জানান।

“শান্তি, প্রগতি, সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি,” ভিডিও বার্তায় জিয়া বলেন।

খালেদা জিয়া ২০১৮ সালে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ২০২০ সালের মার্চ মাসে মানবিক কারণে তাঁকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়।

গত সোমবার (৫ অগাস্ট) ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর রাষ্ট্রপতি মোহাম্মাদ শাহাবুদ্দিন খালেদা জিয়ার সাজা বাতিল করেন।

জিয়া তাঁর ভাষণে সাম্প্রতিক আন্দোলনে নিহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানান।

'"দীর্ঘ আন্দোলন–সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যাঁরা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন,” তিনি বলেন।

১৯:৩১ ৭.৮.২০২৪

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ বাংলাদেশের নতুন আইজিপির

পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। ৭ অগাস্ট, ২০২৪।
পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। ৭ অগাস্ট, ২০২৪।

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, যেসব পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত বা সহিংসতাপূর্ণ পরিস্থিতিতে কর্মস্থল থেকে পালিয়ে গেছেন তাদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে।

বুধবার (৭ অগাস্ট) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, “বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। আমরা অলস বসে নেই, আমরা কাজ করছি। সহিংসতায় আমাদের অনেকেই নিহত ও আহত হয়েছেন।”

পুলিশকে আরও জনবান্ধব করতে নানা উদ্যোগ নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

তিনি মন্তব্য করেন, অপেশাদার ও উচ্চাভিলাষী কর্মকর্তাদের আইন অনুসরণ না করা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের অনেক সহকর্মী নিহত ও আহত হয়েছেন।

তিনি সব পুলিশ কর্মকর্তার জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ময়নুল ইসলাম বলেন, “রাজারবাগের সদর দপ্তর, সব মেট্রোপলিটন এলাকা ও সব জেলা থেকে সবাইকে আগামীকাল সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে।”

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে)

১৮:৩১ ৭.৮.২০২৪

স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

বাংলাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ১১ অগাস্ট থেকে পুনরায় শুরুর কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে আবারও স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ অগাস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সৈয়দ এ জেড মোরশেদ আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত পরীক্ষা নেওয়ার সময়সূচি পরে জানানো হবে।

এর আগে মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেছিলেন, বুধবার জানা যাবে যে, কবে থেকে পরীক্ষা শুরু হতে পারে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিরতা বাড়তে থাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ অগাস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ অগাস্ট।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG