প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
বুধবার (৭ অগাস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির এক আদেশে তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে।
এর আগে এ বছরের ২৭ জুন তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিল সরকার।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে)
বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত রাখার আহ্বান জানালেন ব্লিংকেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গণতন্ত্র সমুন্নত রাখার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মঙ্গলবার মুহাম্মাদ ইউনুসের নাম ঘোষণা করার পর ব্লিংকেন এই আহ্বান জানান।
“অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তই নিক, তাদের গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা রাখতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে,” ব্লিংকেন সাংবাদিকদের বলেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং, যিনি ব্লিংকেনের সাথে দেখা করেন এবং যিনি সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন, তিনি সহিংসতা পরিহার করার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান।
“আমরা সব পক্ষকে সহিংসতা কমাতে এবং সার্বজনীন অধিকার শ্রদ্ধা করার আহ্বান জানাচ্ছি,” তিনি বলেন।
“সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনাবলী নিয়ে স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের জন্য আমরা আহ্বান জানাচ্ছি,” মেরিল্যান্ড রাজ্যের অ্যানাপোলিসে যুক্তরাষ্ট্র নেভাল অ্যাকাডেমিতে আলোচনার পর ওয়ং বলেন।
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন মুখপাত্র মেসবাউল
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ব্যাংকটির মুখপাত্র মো. মেসবাউল হক।
তিনি বলেন, “শীর্ষ কর্মকর্তাদের সরকার চুক্তির ভিত্তিতে নিয়োগ দিয়েছিল। তারা সবেমাত্র পদত্যাগ করেছেন। ফলে তাদের বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।”
বুধবার (৭ অগাস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক নতুন সরকারের কাছে কর্মীদের দাবি-দাওয়া উপস্থাপন করবে।”
বুধবার সকালে কেন্দ্রীয় ব্যাংক ভবনে অস্থিরতা ছড়িয়ে পড়ায় কর্মচারীদের চাপের মুখে দুই ডেপুটি গভর্নর পদত্যাগ করেন।
দুই ডেপুটি গভর্নরের পদত্যাগের বিষয়ে মেজবাউল হক বলেন, “সরকার তাদের নিয়োগ দিয়েছে। পদত্যাগপত্র জমা দিতে হলে সরকারকে দিতে হবে। তারা অন্য কাউকে পদত্যাগপত্র দিতে পারবে না।”
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিষয়ে মুখপাত্র বলেন, তিনি ছুটিতে আছেন।
গভর্নরের অনুপস্থিতিতে ডেপুটি গভর্নররা নিজ নিজ ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু কর্মচারীরা ডেপুটি গভর্নরদের পদত্যাগ দাবি করায় তারা সাদা কাগজে পদত্যাগপত্র জমা দেন।
তবে বড় নীতিগত সিদ্ধান্ত সরকারকে বাদ দিয়ে হয় না। এখন মূলত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত থাকবে বলে ব্যাখ্যায় জানান তিনি।
সাংবাদিকেরা এস আলম গ্রুপের মালিকানাধীন সাতটি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় এখন অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, “তারা (অন্তর্বর্তী সরকার) আমাদের যা নির্দেশনা দেবে আমরা তা অনুসরণ করব। আমরা আইনি সংস্কারের কথা বলেছি। আজ (বুধবার) যারা (কর্মচারীরা) পদত্যাগ দাবি করেছেন, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে আইনের ফাঁকফোকর খুঁজে বের করার বিষয়ে।”
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে)
ভিডিওঃ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলেন ড. মুহাম্মদ ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে যাওয়া নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বুধবার (৭ আগস্ট) ফ্রান্স থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
তিনি বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকায় পৌঁছাবেন।