অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৭:২০ ৮.৮.২০২৪

রাজনৈতিক অনিশ্চয়তার যুগে প্রবেশ করছে বাংলাদেশ: ক্রাইসিস গ্রুপ

বাংলাদেশ রাজনৈতিক অনিশ্চয়তার যুগে প্রবেশ করছে বলে মনে করছে সংঘাত প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থা ক্রাইসিস গ্রুপ। এ ছাড়াও, বাংলাদেশে সহিংসতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বেড়ে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৮ অগাস্ট) ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ বিশেষজ্ঞ থমাস কিন ‘বাংলাদেশ: দ্য লং রোড অ্যাহেড’ শীর্ষক এক বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায় এক নতুন শুরুর সুযোগও বটে।

কিন বলেন, দেশকে স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে নতুন উদীয়মান শক্তির যে সংস্কার প্রচেষ্টা, তাতে সমর্থন জানিয়ে পাশের থাকার ইঙ্গিত দেয় প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের প্রাথমিক পদক্ষেপগুলো।

কিন আরও বলেন, “বাংলাদেশকে এই ‘ওয়ান্স-ইন-এ-জেনারেশন’ সুযোগটি কাজে লাগাতে আন্তর্জাতিক পক্ষগুলোকে নিজেদের সাধ্যের সবটুকু সাহায্য করা উচিত।”

তিন দশক ধরে বাংলাদেশের রাজনীতির অতি পক্ষপাতমূলক ও নির্বাচনে বিজয়ীরাই সর্বেসর্বা-এমন রূপ অনেক ক্ষতি করলেও এ থেকে বেরিয়ে আসার সুযোগ এখন সামনে রয়েছে বলে মনে করেন থমাস কিন।

কিন বলেন, “অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দল, সুশীল সমাজের সদস্য, টেকনোক্র্যাট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জনগণের সমর্থন অর্জনকারী ছাত্র নেতাদের সঙ্গে কাজ করা। এতে আরও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করা যাবে এবং আরও একটি স্বৈরশাসকের উত্থান রোধ করা সম্ভব হবে।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৭:০৩ ৮.৮.২০২৪

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অগাস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম।

শিগগিরই এ আদেশ কার্যকর হবে।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৬:৪৪ ৮.৮.২০২৪

গাজীপুর কারাগারে বিদ্রোহের চেষ্টা, গোলাগুলিতে ২২ বন্দী আহত

গাজীপুর জেলা কারাগারের বন্দীরা বিদ্রোহের চেষ্টা করলে তাদের দমন করতে কারারক্ষীদের গোলাগুলিতে কারাগারের অন্তত ২২ জন বন্দী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এ ঘটনা ঘটে।

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী মুশফিকুর রহমান জানান, সম্প্রতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর কিছু রাজবন্দী জেল থেকে মুক্তি পেয়েছেন। এ নিয়ে ডাকাতিসহ অন্য মামলার অভিযুক্তরা কেন মুক্তি পাচ্ছে না- এমন দাবি তুলে তারা বিক্ষোভ করে। এক পর্যায়ে কারাগারের ভেতরের বিছানাপত্র ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে তারা পালানোর চেষ্টা করে। পরিস্থিতি সামলাতে এ সময় লাঠিপেটা ও গুলি ছোঁড়া হয়। এ সময় গুলিতে ২০ থেকে ২২ জন বন্দী আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারে পৌঁছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করে।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৬:৪২ ৮.৮.২০২৪

সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম স্থগিত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব ধরনের বিচারিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ অগাস্ট) রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG