অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

২১:৪২ ৮.৮.২০২৪

বাংলাদেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

বাংলাদেশে চলমান নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি অন্য সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের উপস্থিতিতে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নৌ ও বিমানবাহিনী প্রধানও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৮ অগাস্ট) সেনাসদরে এই বৈঠকে অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানায় কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়।

এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র–জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা ৫ অগাস্ট (সোমবার) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন। এরপর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বিভিন্ন থানায় আক্রমণ হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সংখ্যালঘুরা আক্রমণের শিকার হয়েছেন। এ ছাড়া, রাতে রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও র‌্যাব

২০২১ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র । দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দফতর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয়।

ওই কর্মকর্তারা হলেন র‍্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. আনোয়ার লতিফ খান। তাঁদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর পৃথক এক ঘোষণায় বেনজীর আহমেদ এবং র‍্যাব ৭–এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছিল, বাংলাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), মাদক দ্রব্যের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত।

বিবৃতিতে বলা হয়েছিল, তারা আইনের শাসন, মানবাধিকারের মর্যাদা ও মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধিকে ক্ষুণ্ন করে। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। র‍্যাব হচ্ছে ২০০৪ সালে গঠিত একটি সম্মিলিত টাস্ক ফোর্স। তাদের কাজের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের কর্মকান্ড সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ এবং সরকারের নির্দেশে তদন্ত পরিচালনা করা।

বিবৃতিতে আরও বলা হয়েছিল, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা এনজিওদের অভিযোগ হচ্ছে যে, র‍্যাব ও বাংলাদেশের অন্য আইন প্রয়োগকারী সংস্থা, ২০০৯ সাল থেকে ৬০০ ব্যক্তির গুম হয়ে যাওয়া এবং ২০১৮ সাল থেকে বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের জন্য দায়ী। কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে যে, এই সব ঘটনার শিকার হচ্ছেন বিরোধী দলের সদস্য, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।

২১:৩০ ৮.৮.২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার

প্রধান উপদেষ্টা

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অন্যান্য উপদেষ্টারা হলেন,

১. সালেহ উদ্দিন আহমেদ

২. ড. আসিফ নজরুল

৩. আদিলুর রহমান খান

৪. হাসান আরিফ

৫. তৌহিদ হোসেন

৬. সৈয়দা রিজওয়ানা হাসান

৭. মো. নাহিদ ইসলাম

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.)

১০. সুপ্রদিপ চাকমা

১১. ফরিদা আখতার

১২. বিধান রঞ্জন রায়

১৩. আ.ফ.ম খালিদ হাসান

১৪. নূর জাহান বেগম

১৫. শারমিন মুরশিদ

১৬. ফারুক–ই–আজম

২০:৫৯ ৮.৮.২০২৪
ঢাকার নিটর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮ আগস্ট, ২০২৪।
ঢাকার নিটর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮ আগস্ট, ২০২৪।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সফল হবেন।

তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূস ছাত্র ও আমাদের দল, উভয়ের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। আমরা জাতির পক্ষ থেকে তাঁকে এই দায়িত্ব অর্পণ করেছি। আমরা বিশ্বাস করি তিনি সফল হবেন।”

বৃহস্পতিবার (৮ অগাস্ট) রাজধানী ঢাকার নিটর হাসপাতাল (পঙ্গু হাসপাতাল নামে পরিচিত) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, “আমরা খুবই আশাবাদী, তাঁর সফল ও যোগ্য নেতৃত্বে আইনশৃঙ্খলার বিষয়টি সুরাহা হবে।”

সামগ্রিক সমস্যার মূলে গণতন্ত্র না থাকার বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে অন্তর্বর্তী সরকারের জন্য একটি প্রধান কাজ।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার যত বেশি সফল হবে তত তাড়াতাড়ি গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”

অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্রথমত আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনতে এবং অর্থনীতি সচল রাখতে পদক্ষেপ নিতে হবে।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৭:৫৬ ৮.৮.২০২৪

হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত তার উপর নির্ভর করবেঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৮ আগস্ট) বলেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন সেটা তার উপর নির্ভর করছে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনও আপডেট নেই।

"তার পরিকল্পনা সম্পর্কে কথা বলা ঠিক হবে না," মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, সামাজিক মাধ্যম 'এক্স'-এ একটি পোস্টে বলেছিলেন, যে তিনি ব্রিটেনের পররাষ্ট্র সচিবের সাথে কথা বলেছেন এবং "বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি" নিয়ে আলোচনা করেছেন।

পদত্যাগের দাবিতে সহিংস বিক্ষোভের পর সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর হাসিনা ভারতে চলে যান এবং তারপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

(এই প্রতিবেদনের তথ্য রয়টার্স থেকে নেওয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG