অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৬:৫৫ ১০.৮.২০২৪

রংপুরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন প্রধান উপদেষ্টা

শনিবার (১০ আগস্ট) রংপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা ডঃ ইউনূস।
শনিবার (১০ আগস্ট) রংপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা ডঃ ইউনূস।

শনিবার (১০ আগস্ট) রংপুরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, "নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের।"

ড. ইউনূস বলেন, "আবু সাঈদ বাংলাদেশের সব পরিবারের সন্তান।"

অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীরা আবু সাঈদকে মনে রাখবে এবং তার মতো হওয়ার অঙ্গীকার করবে।

প্রধান উপদেষ্টা বলেন, আবু সাঈদ এখন দেশের প্রতিটি ঘরে ঘরে আছে।

তিনি বলেন, শহীদ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। কোনো ধরনের অরাজকতা যাতে না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, "আমরা সবাই এই মাটির সন্তান, আমরা সবাই আবু সাঈদ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করা সকলের দায়িত্ব।"

বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে সবার প্রতি অনুরোধ জানান নোবেল জয়ী ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, "আবু সাঈদ এমন বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, সবাইকে রক্ষা করুন, আর যেন কোনো নৈরাজ্য না হয়।"

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৬:৪৩ ১০.৮.২০২৪

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালেন ব্লিংকেন

অ্যান্টনি ব্লিংকেন
অ্যান্টনি ব্লিংকেন

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

ব্লিংকেন বলেন, "বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের শপথ নেওয়াকে আমি স্বাগত জানাই।"

বাংলাদেশ সময় শনিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেল এক্স-এ এক সংক্ষিপ্ত বার্তা শেয়ার করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ড. ইউনূসের শান্ত থাকার ও শান্তির আহ্বানকে সমর্থন করে।

ব্লিংকেন বলেন, "বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৬:৩৮ ১০.৮.২০২৪

গণআন্দোলন দমনে করা মামলা তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমনে করা ফৌজদারি মামলা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত নেন। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় মোট পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১. জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে।

২. গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

৩. শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

৪. সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে।

৫. আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে ফোন করলে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভুক্তভোগীদের সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৬:০৩ ১০.৮.২০২৪

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ

সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান
সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১০ আগস্ট) আইন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন বলে আসিফ নজরুলের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও বার্তায় জানান।

ওই ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, "প্রধান বিচারপতি তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, যত দ্রুত সম্ভব তা পরবর্তী প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।"

তিনি বলেন, "শুধু প্রধান বিচারপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, অন্য কোনো বিচারপতি পদত্যাগপত্র জমা দেননি।"

দেশের সম্পদ ধ্বংস না করে রক্ষা করতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি।

এর আগে দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG