শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।
শনিবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর তার পদত্যাগের তথ্য নিশ্চিত করেছে। ব্যক্তিগত কারণে শাবিপ্রবি উপাচার্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
শনিবার রাষ্ট্রপতির কাছে উপাচার্য তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে বলা হয়; ব্যক্তিগত কারণে উপাচার্য পদ থেকে তিনি পদত্যাগ করছেন।
পদত্যাগ পত্রটি গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সব সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টগণ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
ঢাকা বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য এবং ৭ হলের প্রভোস্টদের পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাাতটি হলের প্রভোস্টগণ পদত্যাগ করেছেন।
শনিবার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে তাদের পদত্যাগপত্র জমা দেয়ার তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
যেসব হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন, সেই হলগুলো হচ্ছে; রোকেয়া হল, শামসুন নাহার হল, বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল।
এর আগে, শুক্রবার (৯ আগস্ট), উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন ও শিক্ষা), প্রক্টর, সহকারী প্রক্টর, কোষাধ্যক্ষ, সব হলের প্রভোস্ট এবং সিনেট ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০২৩ সালের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হন মাকসুদ কামাল। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
জুলাইয়ে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ডলার
জুলাই মাসে ১৯০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ।
গত বছরের জুলাইতে (২০২৩) ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জুলাই মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে ৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এলেও ১৯ থেকে ২৪ জুলাই ছয় দিনে এসেছে মাত্র ৭ কোটি ৮০ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩১ জুলাই প্রবাসীরা ১২০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা একদিনের রেমিট্যান্স প্রবাহের মধ্যে সর্বোচ্চ।
কোরবানির ঈদ সামনে রেখে জুন মাসে ২৫১ কোটি ডলারের রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। জুনের তুলনায় চলতি বছরের জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কমেছে ২৪ দশমিক ৮৭ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের (২০২৪) প্রথম ৭ মাসে সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে জুলাইয়ে। এ মাসে ১৯০ কোটি ডলারের রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। এর আগে জানুয়ারিতে ২১১ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।
তথ্যানুযায়ী গত মার্চে ১৯৯ কোটি ডলার, এপ্রিলে ২০৪ কোটি ডলার, মে মাসে ২২৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
‘সংস্কার ও নির্বাচনের প্রত্যাশা সমন্বয় করবে অন্তর্বর্তীকালীন সরকার’, উপদেষ্টা আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে, যতদিন থাকার কথা অন্তর্বর্তীকালীন সরকার ততদিন থাকবে। শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব গ্রহণ কালে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, “মেয়াদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দুটি বিষয় মনে রাখবেন; এ দেশের মানুষের সংস্কার আকাঙ্ক্ষা এবং এই সরকারের প্রত্যাশা অনুযায়ী যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।”
তিনি বলেন, “আমরা অতীতেও দেখেছি পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের ওপর নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে বেশ কিছু ভালো পরিষেবাও পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানে কিছু ভালো মানুষও আছেন। কিন্তু সিস্টেম এমন ভাবে দাঁড় করিয়েছে যে ভিন্নমত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য প্রতিষ্ঠানগুলো আতঙ্কে পরিণত হয়েছিলো।
“এগুলো সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রেখে আমরা যতদিন থাকার কথা ততদিন থাকবো। এর বেশিও নয়, কমও নয়;” জানান আসিফ নজরুল।
সকাল ৯টা ৩৫ মিনিটে আইন মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সচিবালয়ে যান। তাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)