অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

০২:৩০ ১১.৮.২০২৪

গোপালগঞ্জে সেনা টহল দলের উপর হামলা, ৯ সেনাসদস্য আহতঃ আইএসপিআর

শনিবার (১০ আগস্ট) গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর হামলা চালালে ৯ জন সেনাসদস্য আহত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।

উত্তেজিত বিক্ষোভকারীরা ইট- পাটকেল ছুঁড়ে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহলরত সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালায় এবং ঐ হামলায় ৯ জন সদস্য আহত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেনাসদস্যরা চিকিৎসাধীন রয়েছেন তবে আশঙ্কামুক্ত।

সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয়া এবং দুটি গাড়ি ভাংচুর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়ছে।

এর পরবর্তীতে এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

শুক্রবারও (৯ আগস্ট) গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে বিক্ষোভ মিছিল করেন।

০০:১৩ ১১.৮.২০২৪

ব্যাংকিং খাতে নেতৃত্বশূন্যতায় আর্থিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ব্যাংকিং খাতে নেতৃত্বশূন্যতায় আর্থিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মধ্যম পর্যায়ের একজন কর্মকর্তা জানান, শেখ হাসিনার পদত্যাগের পর অনেক ব্যাংকের চেয়ারম্যান অফিসে অনুপস্থিত রয়েছেন। এছাড়া বঞ্চিত কর্মীদের অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছেন কিছু ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এর ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো দেশের আর্থিক খাতের মূল উপাদানগুলো নেতৃত্ব সংকটে পড়েছে।

৫ আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নররা পদত্যাগ করেছেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক এবং বেসরকারি খাতের ইসলামী ব্যাংক দেশের দুটি বৃহত্তম ব্যাংক। এই দুটি ব্যাংকই দেশের আর্থিক লেনদেনের সিংহভাগ পরিচালনা করে থাকে। কিন্তু চেয়ারম্যান ও পরিচালকরা আত্মগোপনে বা দেশের বাইরে চলে যাওয়ায় ব্যাংকগুলোতে অভ্যন্তরীণ সমস্যা তৈরি হয়েছে। ফলে নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত ও ছাড়পত্র নিতে অনেক ঝক্কি পোহাতে হচ্ছে।

একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আল-মাহমুদ জানান, এ ছাড়াও অনেক ব্যাংকের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন, যার ফলে ঋণ অনুমোদন ও বিতরণ বন্ধসহ সামগ্রিকভাবে ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, "সাবেক প্রবর্তক পরিচালকরা সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নিয়ন্ত্রণ নিচ্ছেন। ন্যাশনাল ব্যাংকের মালিকানার জন্য লড়াই চলছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ কর্তৃপক্ষ এস আলম গ্রুপের কোনো প্রতিনিধিকে অনুমতি দেয়নি। পারটেক্স গ্রুপ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পুনরুদ্ধারের চেষ্টা করছে।"

এ কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো সরকার পতনের পর উল্লেখযোগ্যভাবে ক্ষমতার পালাবদল ও অস্থিরতার সম্মুখীন হয়েছে। এসব ব্যাংকের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা পদত্যাগ করায় ঋণ অনুমোদন ও বিতরণ কার্যক্রম স্থবিরসহ ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়েছে।

এদিকে, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অবৈধ নিয়োগ বাতিল এবং নির্বিচারে বরখাস্ত হওয়া কর্মীদের পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার বেশ কয়েকটি ব্যাংকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ম অনুযায়ী নিয়মিত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র। কারণ ব্যাংক খাতের ব্যবস্থাপনাগত ঘাটতি পূরণে কাজ চলছে।"

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

২৩:০৩ ১০.৮.২০২৪

ভিডিওঃ সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে দ্বিতীয় দিনের মত শাহবাগে বিক্ষোভ

বাংলাদেশে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে অধিকার ও নিরাপত্তা রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা।

শনিবার (১০ আগস্ট) রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো এ বিক্ষোভ চলছে।

সম্প্রতি হিন্দুদের বাড়িঘর, মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।

শত শত মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সংখ্যালঘুদের চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

শুক্রবার শাহবাগে অনুষ্ঠিত একটি সমাবেশের পরে শনিবারের বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। যেখানে হিন্দু সম্প্রদায়ের নেতারা নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিনিধি বাড়ানো এবং সংখ্যালঘুদের জন্য নিবেদিত একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার আহ্বান জানান।

সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন ও সংখ্যালঘুদের প্রতি সহিংসতা রোধে কঠোর আইন প্রণয়নের দাবিও জানান তারা। মূল দাবি ছিল সংসদীয় আসনের ১০ শতাংশ সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে বরাদ্দ করা।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ৫২টি জেলায় ২০৫টি সহিংস ঘটনার বিবরণ দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠি দিয়েছে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চিঠিটি উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি নির্মল রোজারিও। রোজারিও বলেন, "আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে, এ পর্যন্ত ৫২টি জেলায় অন্তত ২০৫টি সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ঘটেছে।"

"আমরা সারা রাত জেগে বাড়ি ও মন্দির পাহারা দিই। আমি আমার জীবনে এমন ঘটনা দেখিনি। আমরা প্রশাসনের কাছে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।"

চিঠিতে দাবী করা হয়েছে, দেশের সংখ্যালঘুদের মধ্যে শঙ্কা, উদ্বেগ ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।

২২:৪৯ ১০.৮.২০২৪

সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে জানিয়েছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG