যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের সামনে দেয়া তার শেষ ভাষণে লেবাননে শান্তি এবং গাজায় সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন যে শীঘ্রই এই দুটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই।
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার ব্যাটেলগ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় নির্বাচনী সমাবেশে যেসব কোম্পানি দেশীয়ভাবে পণ্য উৎপাদন করে তাদের পুরস্কৃত এবং যারা আমেরিকানদের কাছে বিদেশী পণ্য বিক্রি করবে তাদের কঠোর শাস্তি দেয়ার অঙ্গীকার করেছেন। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বুধবার তার অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরবেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিশ্বের সবচেয়ে বড় ক্রেডিটকার্ড কোম্পানি ভিসার বিরুদ্ধে মামলা করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে যে ভিসা ডেবিট কার্ড বাজারে প্রতিযোগিতা আটকাতে তাদের আধিপত্য ব্যবহার করে ফলে ভোক্তা এবং ব্যবসায়ীদেরকে কোটি কোটি ডলার ব্যয় করতে হয়।