অ্যাকসেসিবিলিটি লিংক

একদিনে সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু


দুর্ঘটনা কমাতে মহাসড়কে সব ধরনের অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সরকারি ঘোষণার পরদিন বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। গাজীপুরের হায়দরাবাদ এলাকায় অরক্ষিত রেল ক্রসিং এ ডেমু ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার চালকসহ আট জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাটখাগড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসটি টাঙ্গাইলের ধনবাড়ী থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের পাঠখাগড়ি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে ডুবে যায়।

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ৩ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার ইউনিয়নের ব্রা‏হ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া, নাটোরের বড়াইগ্রাম, ময়মনসিংহের তারাকান্দা ও ভালুকায় এবং মৌলভাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। সরকারি হিসেবেই সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে গত ১৫ বছরে ৪৫ হাজার ৪৯৫ জন নিহত হয়েছেন। সম্প্রতি জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য প্রকাশ করেন। বেসরকারি হিসেবে, মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG