উত্তরপূর্ব ভারত, ভুটান এবং মিয়ানমারের সাথে স্থলপথে আঞ্চলিক বাণিজ্য, পরিবহন এবং সড়ক নিরাপত্তার উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি বাংলাদেশকে ১৭৮ কোটি আমেরিকান ডলারের ঋণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ভিত্তিক আঞ্চলিক আর্থিক সংস্থাটির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে বাংলাদেশের আখাউড়া, শিওল এবং তামাবিল স্থল বন্দরের মাধ্যমে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে চট্টগ্রাম বন্দরের মধ্যে একটি নতুন বাণিজ্য রুট চালু করতে এডিবির এই আর্থিক সহায়তার একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এতে বলা হয় দক্ষিণ এশিয়া উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার যে কর্মসূচী রয়েছে তাতে এই রুট চট্টগ্রাম বন্দরের সাথে ভুটান এবং মিয়ানমারকেও যুক্ত করার কথা রয়েছে। বিবৃতিতে বলা হয় দক্ষিণ এশিয়া উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করতে এ অঞ্চলের দেশগুলো গত দুই দশকে পরিবহন এবং বাণিজ্যের সুযোগ সৃষ্টির জন্য এ পর্যন্ত এক হাজার চারশো তিরিশ কোটি আমেরিকান ডলার ব্যয় করেছে যার মধ্যে রয়েছে এক হাজার একশ চল্লিশ কোটি ডলারের ৪৩ টি পরিবহন প্রকল্প।
এডিবি এর দক্ষিণ এশিয়া বিষয়ক পরিবহন সংক্রান্ত বিশেষজ্ঞ সাতমি সাগাগুচি বলেছেন বাংলাদেশের রপ্তানি ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করতে নতুন এই পরিবহন ব্যবস্থা দেশটিকে আঞ্চলিক যোগাযোগ এবং বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হওয়ার সুযোগ সৃষ্টি করবে। এ লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের পরিবহন অবকাঠামো উন্নয়ন জরুরি বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯টি ঋণ ও একটি অনুদানের মাধ্যমে এডিবি বর্তমানে বাংলাদেশের পরিবহন খাতের ১২টি প্রকল্পে মোট ২৯৮ কোটি অ্যামেরিকান ডলার অর্থায়ন করছে।