অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ব্যবসার ও বিনিয়োগের পরিবেশ ভাল,কিন্তু বাধা হচ্ছে দুর্নীতিঃবৃটিশ সরকারের গাইড সুপারিশ


বাংলাদেশে ব্যবসার ও বিনিয়োগের পরিবেশ ভাল, কিন্তু বাধা হচ্ছে দুর্নীতি। বাংলাদেশে পণ্যরফতানি ও বিনিয়োগে আগ্রহীদের জন্য ব্রিটিশ সরকারের সুপারিশ সম্বলিত একটি গাইডে এসব কথা বলা হয়েছে।এতে বলা হয় বাংলাদেশে রপ্তানি ও বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর জন্য নানা
ইতিবাচক সুযোগ রয়েছে। তবে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে দুর্নীতি। বাংলাদেশে ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর রপ্তানি করার সুবিধাগুলোর মধ্যে দেশটিতে ইংরেজি
ভাষার ব্যাপক ব্যবহার, ভোক্তাদের মধ্যে ব্রিটিশ পণ্যের সুনাম, এবং সেবার ব্যাপক
চাহিদার কথা গাইডে উল্লেখ করা হয়েছে।২০১৪ সালে বাংলাদেশে ১৩ কোটি ১০ লাখ পাউন্ড মূল্যের পণ্য রপ্তানি করেছে ব্রিটেন। এতে বলা হয় বাংলাদেশে ইতিমধ্যে এইচএসবিসি, ইউনিলিভার, জিএসকের মতোসুপরিচিত প্রতিষ্ঠানগুলোসহ প্রায় ১০০ ব্রিটিশ ব্যবসা প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে।

জহুরুল আলম
ঢ।কা, বাংলাদেশ।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG