অ্যাকসেসিবিলিটি লিংক

গণহত্যার অভিযোগ খণ্ডাতে বার্মার নেত্রীর দ্যা হেগ সফর


মিয়ানমারের নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী, অং সান সু চি রবিবার নেদারল্যান্ডস'র THE HAGUE 'র উদ্দেশ্যে ইয়াঙ্গুন ত্যাগ করেন I রোহিঙ্গ্যা মুসলমান জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ, তা খণ্ডনে তিনি বক্তব্য তুলে ধরবেন I নেত্রী সান সু চিকে বিমান বন্দরে হাস্যজ্জল দেখা যায় I তাঁর সমর্থনে হাজার হাজার সমর্থক মিছিল বের করেন এবং তাঁর নামে প্রার্থনা সভার আয়োজন করা হয় I তাঁর প্রতি সমর্থনে কয়েক ডজন সমর্থক THE HAGUE সফর করবেন এবং সারা সপ্তাহ ধরে মিছিল সমাবেশের কর্মসূচি নেয়া হয়েছে I

পূর্ব আফ্রিকার মূলতঃ মুসলমান সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র দেশ, গাম্বিয়া, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধী আদালতে মামলা দায়ের করে I

XS
SM
MD
LG