বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্র সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন বৈঠক বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশের পররাষ্ট্র সচিব বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।
বৈঠকে থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের ৬৯৯৮টি পণ্য ঐ দেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে বলে থাইল্যান্ড সম্মত হয়েছে। বৈঠকটি অবৈধ অভিবাসনএবং মানবপাচার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে থাইল্যান্ডের পক্ষ থেকে জানান হয় এটি একটি আন্তর্জাতিক ইস্যু।
২ জুলাই আসিয়ানের দেশগুলোসহ আরো কয়েকটি দেশের জরুরি বৈঠক ডাকা হয়েছে।বাংলাদেশ ও থাইল্যান্ডের এ ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে একযোগে কাজ করতে আগ্রহী বলে জানান হয়।মানবপাচার থামাতে অবৈধ ট্রলার চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও বৈঠকে জানান হয়।
এ বছরের শেষ দিকে ঢাকায় বাংলাদেশ ও থাইল্যান্ডের যৌথ কমিশনের বৈঠক হবে।বৈঠকে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি স্মাররিত হবার ব্যাপারে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।