বাংলাদেশের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন গ্যাস ক্ষেত্রে রোববার রাতে যে হামলার ঘটনা ঘটে সে বিষয়ে ৬০থেকে ৭০ জন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে সোমবার মামলা হয়েছে। রাজধানী ঢাকা থেকে ১৬০কিলোমিটার দূরে অবস্থিত গ্যাস ক্ষেত্রটিতে কুপ খননকারী সংস্থা বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। তবে পুলিশের কাছে যে মামালা দায়ের করা হয়েছে তাতে হামালা-কারিদের নাম উল্লেখ করা না হলেও সংবাদ মাধ্যমগুলো অবশ্য নিরাপত্তা রক্ষীদের বরাত দিয়ে বলেছে দুষ্কৃতিকারীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্র লীগের সদস্য । নিরাপত্তারক্ষীরা জানান দুষ্কৃতিকারীরা এসে জোরপূর্বক সংরক্ষিত কূপ খনন এলাকায় ঢুকে পড়ে ত্রাসসৃষ্টি করে এবং ভাংচুর চালায় ও কর্মকর্তাদের মারধোর করে যার ফলে সেখানে ক্ষয়ক্ষতি হয়িছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান । এসময় কূপে কর্মরত বিদেশীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।