অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে


বাংলাদেশে করোনা শনাক্ত ও নমুনা সংগ্রহের হার কমেছে। তবে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ১০৬ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩৬ জন। আগের দিন মারা যান ২১ জন। নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ৬৮০টি। এখন পর্যন্ত ১৮ লাখ ৯৮ হাজার ৭৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৫ হাজার ৮৭০ জন। স্বাস্থ্য দপ্তর জানায়, এখন পর্যন্ত ৫ লাখ ২৯ হাজার ৮৭৫ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়। বর্তমানে কোরারেন্টিনে আছেন ৪৪ হাজার ৫৭০ জন।

ওদিকে সৌদি আরবের নতুন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন প্রবাসীরা। বলা হয়েছে, যাত্রার ৪৮ ঘন্টা আগে নমুনা দিয়ে করোনা সনদ নিতে হবে। আগে নিয়ম ছিল ৭২ ঘন্টা আগে নমুনা জমা দিয়ে রিপোর্ট নেয়ার। এই কম সময়ের মধ্যে নমুনা দিয়ে রিপোর্ট সংগ্রহ করা নানা কারণে সম্ভব হচ্ছে না। ঢাকার মহাখালীতে প্রবাসীদের করোনা পরীক্ষা হয়। শনিবার সেখানে অন্তত দেড় হাজার প্রবাসী নমুনা জমা দেন। নিয়ম অনুযায়ী পরের দিন বেলা দুইটার মধ্যে পরীক্ষার সনদ পাবার কথা। কিন্তু অনেকের ফ্লাইট পরের দিন সকালে। এই যাত্রীরাই পড়েছেন বিড়ম্বনায়। এই সংকটের দ্রুত সমাধান না হলে টিকিট থাকা সত্ত্বেও অনেক প্রবাসী সৌদি আরব যেতে পারবেন না। টিকেট নিয়ে জটিলতা এখনও চরমে। প্রবাসীরা রাজপথে মিছিল করছেন প্রতিদিন। শনিবার রাজধানীতে একাধিক জায়গায় সড়ক অবরোধ করে মিছিল করেছেন।

please wait

No media source currently available

0:00 0:01:28 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG