প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অতীতের মত বাংলাদেশ এবং ভারত আলোচনার মাধ্যমে তাদের বিদ্যমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবে। বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অবইন্ডিয়ার (এসইবিআই) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে ঢাকায় রোববার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দু’দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সবখাতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক জোরদার করা প্রয়োজন। তিনি বলেছেন সম্পর্ক বলিষ্ঠ করতে দু’দেশকে উদার মানসিকতা নিয়ে সংকীর্ণতা পরিহার করে এগিয়ে আসতে হবে।শেখ হাসিনা বলেন এ অঞ্চল থেকে দারিদ্র্য নির্মূল ও জনগণের সমৃদ্ধি নিশ্চিত করাই এই দুই প্রতিবেশী দেশে অভিন্ন লক্ষ্য। এক্ষেত্রে উভয় দেশের যৌথ প্রয়াস কাংখিত সাফল্য আনতে পারে বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বলেন গত কয়েক বছরে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।জহুরুল আলমের রিপোর্ট: