অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে যুদ্ধ বন্ধে বাংলাদেশি ওলামাদের ফতোয়া


আফগানিস্তানে যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠার পক্ষে এক ফতোয়া জারি করেছেন বাংলাদেশের একদল ওলামা ও মুফতি। রোববার ঢাকায় এক বৈঠকে মিলিত হয়ে তারা আরো বলেছেন, যুদ্ধ কোন সমাধান দিতে পারে না। শান্তিই একমাত্র পথ। ঢাকার কোন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়নি। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্বৃতি দিয়ে দেশটির খামা প্রেস নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।
মুফতিগণ বলেছেন, বর্তমানে যে যুদ্ধ চলছে তা ইসলামের চেতনার পরিপন্থি। ওলামা ও মুফতিগণ শান্তির পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধ অবসানে কাতারে যে শান্তি সংলাপ চলছে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। বলেন, জঙ্গি তৎপরতায় কোন শান্তি আসবে না। তারা এই তৎপরতার নিন্দা জানান। বাংলাদেশি ওলামাগণ দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে যুদ্ধ বিরতির পক্ষে মত দেন। বিশেষ করে তালেবানদেরকে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান। বলেন, জনগণের সম্পদ বিনষ্ট করে শান্তি আসতে পারে না।
স্মরণ করা যায় যে, এর আগে পাকিস্তানের ওলামা ও মুফতিগণ একইভাবে শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন।

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG