অ্যাকসেসিবিলিটি লিংক

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬ দফা নির্দেশনা


Bus accident
Bus accident

সড়ক দুর্ঘটনা ব্যাপকহারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরপাল্লার যানবাহনে বিকল্প চালক নিয়োগ, একটানা ৫ ঘন্টার বেশি একই চালককে গাড়ি না চালানোসহ ৬ দফা নির্দেশনা দিয়েছেন। সোমবার মন্ত্রীসভার বৈঠকে এই নিয়ে আলোচনা হয় বলে মন্ত্রীপরিষদ সচিব সাংবাদিকদের জানিয়েছেন। অন্যান্য যেসব নির্দেশনা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয়েছে, তার মধ্যে- মহাসড়কের নির্দিষ্ট দূরত্বে চালকদের জন্য বিশ্রামাগার, চালক ও হেলপারদের প্রশিক্ষণ, চালক ও যাত্রীদের জন্য সিটবেল্ট ব্যবহার নিশ্চিত করা, অনিয়ন্ত্রিতভাবে রাস্তা পারাপার বন্ধ করা, নিয়মভঙ্গকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। মন্ত্রীপরিষদ সচিব জানান, সড়ক ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং নৌ পরিবহনমন্ত্রীকে এসব বিষয়ে তদারকির জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে, বৈঠক যখন চলছিল ঠিক তখনই টাঙ্গাইলে ৫ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন। গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় সারাদেশে ৩১০ জনের বেশি নিহত হয়েছেন।

ঢাকা থেকে আমীর খসরুর প্রতিবেদন।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG