অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সিরাম থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন না পাওয়া গেলে অর্থ ফেরত চাইবে বাংলাদেশ


ভারতের সিরাম ইন্সস্টিটিউটের সাথে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন না পাওয়া গেলে অর্থ ফেরত চাইবে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বুধবার এক বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, বাংলাদেশের সাথে তাদের আন্তর্জাতিক চুক্তি রয়েছে। সুতরাং অর্থ ফেরত পাওয়া যাবেই।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছেন. যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কয়েকটি দেশ থেকেও অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আনার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের কাছে ৬ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উদ্বৃত্ত রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, টানা ১০ দিনের ছুটি চলায় রাশিয়া থেকে ভ্যাকসিন আসতে কিছুটা দেরি হবে। তবে চীনের উপহার হিসেবে ৫ লাখ ডোজ ভ্যাকসিন ১২ মে’র মধ্যে বাংলাদেশে চলে আসবে। এরপরে আসবে বাংলাদেশের কেনা ভ্যাকসিন।
গত ২৪ ঘণ্টায় করোনায় ৫০ জনের মৃত্যু এবং ১ হাজার ৭৪২ জন আক্রান্ত হয়েছেন।

XS
SM
MD
LG