বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশী ক্রেতারা যে খুব অল্প দামে বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনেন সে বিষয়ের উল্লেখ করে রপ্তানিকারকদের দর কষাকষিতে আরো একটু মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকায় জাতীয় বস্ত্র দিবসের এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশী ক্রেতারা যদি এক ডলার করেও দাম বেশি দিত, তাহলে বাংলাদেশের পোশাক খাতকে আরো উন্নত করা সম্ভব হত। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে বস্ত্র খাতের উদ্যোক্তাদের নতুন বাজার খোঁজার পাশাপাশি পণ্যের বহুমুখীকরণে নজর দেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা।
উল্লেখ্য, ২০১৩ সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশের তৈরি পোশাকের ক্রেতা বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির অন্যায্য বাণিজ্যের বিষয়টি বিশ্বজুড়েই আলোচিত হয়। বাংলাদেশ থেকে ৫ ডলারে শার্ট কিনে কোন কোন কোম্পানি যে দশ গুণ বেশি দামেও তা বিক্রি করছে, সে তথ্যও তখন উঠে আসে। আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে চীনের পরেই এখন বাংলাদেশের অবস্থান।
২০১৮-১৯ অর্থবছরের ৩৪০০ কোটি ডলারের ওপর তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা দেশটির মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশের বেশি।